COVID 19: দিল্লির করোনা সংক্রমণ নিয়ে চিন্তায় প্রশাসন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৮৫ জন

শুক্রবার দিল্লিতে করোনায় আক্রান্ত হন ১৬০৭ জন। ওইদিন পজিটিভি রেট ছিল ৫.২৮ শতাংশ। শুক্রবারের তুলনায় আক্রান্তের সংখ্যা এবং পজিটিভি রেট কিছুটা কমলেও, সংক্রমিতের সংখ্যা নিয়ে কপালে ভাঁজ পড়লে স্বাস্থ্য দফতরের।

COVID-19 Testing (Pic Credit : PTI)

দিল্লি, ২ মে:  গত শুক্রবারের তুলনায় কিছুটা কমলেও,  দিল্লির (Delhi) করোনা (Corona) আক্রান্তের সংখ্যা নিয়ে চিন্তায় প্রশাসন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে কোভিডে আক্রান্ত ১৪৮৫ জন। পজিটিভি হার ৪.৮৯ শতাংশ। পাশপাশি গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে ১৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। তবে কারও মৃত্যুর খবর মেলেনি।

শুক্রবার দিল্লিতে করোনায় (COVID 19) আক্রান্ত হন ১৬০৭ জন। ওইদিন পজিটিভি রেট ছিল ৫.২৮ শতাংশ। শুক্রবারের তুলনায় আক্রান্তের সংখ্যা এবং পজিটিভি রেট কিছুটা কমলেও, সংক্রমিতের সংখ্যা নিয়ে কপালে ভাঁজ পড়লে স্বাস্থ্য দফতরের। জানা যাচ্ছে, শনিবার পর্যন্ত ভারতের রাজধানী শহরে ৩০,৩৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। দিল্লির স্বাস্থ্য দফতরের তরফে এমনই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন:  Corona: চিন্তা রেখে দেশে তিন হাজারের ওপরেই থাকল দৈনিক সংক্রমণ, সংক্রমণের হারও বাড়ল

করোনা নতুন করে থাবা বসানো শুরু করলে, দিল্লিতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বৃদ্ধি পায়। তবে দিল্লির পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে হাসপাতালে বাড়ানো হচ্ছে শয্যা এবং অক্সিজেন এবং ওষুধের যাতে কোনও ঘাটতি না পড়ে, সেদিকে কড়া নজর রাখা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।