Delhi Police Inspector Shoots Himself: সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী দিল্লি পুলিশের ইনসপেক্টর

নিজের বাড়িতেই সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হলেন দিল্লি পুলিশের এক কর্মী (Delhi Police Inspector)। মৃতের নাম জয় ভগবান(৫৬)। তিনি দিল্লি পুলিশের নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজধানীর রোহিনী এলাকায়। আত্মহত্যার ঘটনাটি জানাজানি হতে বিকেল গড়ায়। সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরে জয় ভগবানের স্ত্রীই প্রথম বিষয়টি লক্ষ্য করেন। তিনি দেকেন স্বামী মেঝেতে পড়ে আছেন। চারদিকে রক্তে ভেসে যাচ্ছে। তবে ঠিক কটা নাগাদ ওই পুলিশকর্মী আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।

Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: নিজের বাড়িতেই সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হলেন দিল্লি পুলিশের এক কর্মী (Delhi Police Inspector)। মৃতের নাম জয় ভগবান(৫৬)। তিনি দিল্লি পুলিশের নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজধানীর রোহিনী এলাকায়। আত্মহত্যার ঘটনাটি জানাজানি হতে বিকেল গড়ায়। সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরে জয় ভগবানের স্ত্রীই প্রথম বিষয়টি লক্ষ্য করেন। তিনি দেকেন স্বামী মেঝেতে পড়ে আছেন। চারদিকে রক্তে ভেসে যাচ্ছে। তবে ঠিক কটা নাগাদ ওই পুলিশকর্মী আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।  আরও পড়ুন-Sambit Patra On Delhi Violence: ট্রাম্পের সফরকালে কেন্দ্রকে ব্ল্যাকমেল করতেই দিল্লিতে অশান্তির আগুন জ্বালিয়েছে সিএএ বিরোধীরা, বললেন সম্বিত পাত্র

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি জয় ভগবানের সার্ভিস রিভলবার। মৃতদেহের আশপাশ বা ঘরের কোনও জায়গা থেকেই সুইসাইড নোট উদ্ধার হয়নি। তাই কীকারণে তিনি আত্মহত্যা করলেন তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।