Delhi Murder: পরিবারের পছন্দের পাত্রীর সঙ্গে বাগদান সেরেই লিভ ইন পার্টনার নিকিকে খুন করে সাহিল গেহলট

রিপোর্টে প্রকাশ, গত ৯ ফেব্রুয়ারি বাড়ি থেকে ঠিক করা পাত্রীর সঙ্গে বাগদান সেরে ফেলে সাহিল গেহলট। ৯ ফেব্রুয়ারি বাগদানের পর নিকি যাদবের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় সাহিল গেহলটের।

Nikki Yadav (Photo Credit: Video Screen Grab)

দিল্লি, ১৬ ফেব্রুয়ারি: শ্রদ্ধা ওয়ালকরকে (Shraddha Walker) যেভাবে খুন করে আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Amin Poonawala), ঠিক সেভাবেই নিকি যাদবকে খুন করে ফ্রিজে ভরে রাখে সাহিল গেহলট। ১৪ ফেব্রুয়ারি লিভ ইন পার্টনার নিকি যাদবকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় সাহিল গেহলট নামে বছর ২৫-এর যুবককে। জানা যায়, নিকির সঙ্গে ৪ বছর লিভ ইন করেও সাহিল, তাঁকে ভুলে অন্য মেয়ের সঙ্গে বাগদান সারে। শুধু আংটি বদল নয়, বাড়ি থেকে যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করা হয় সাহিলের, তাঁর সঙ্গে বাগদান এবং সাতপাকে বাঁধা পড়ার আগে খুন হন নিকি যাদব। নিকিকে বিয়ে করে সাহিল বাগদত্তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে এবং বান্ধবীর মৃতদেহ ফ্রিজে ভরে, তা লুকিয়ে রাখে দিল্লিতে তাদের নিজেদের ধাবায়। পুলিশ সূত্রে মিলছে এমন খবর।

আরও পড়ুন: Delhi Murder: প্রেমিকাকে খুন করে ফ্রিজে রাখল লিভ ইন পার্টনার, মৃত্যুর আগের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

রিপোর্টে প্রকাশ, গত ৯ ফেব্রুয়ারি বাড়ি থেকে ঠিক করা পাত্রীর সঙ্গে বাগদান সেরে ফেলে সাহিল গেহলট। ৯ ফেব্রুয়ারি বাগদানের পর নিকি যাদবের (Nikki Yadav) সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় সাহিল গেহলটের। ওইদিনই গাড়ির মধ্যে চার্জারের তার জড়িয়ে নিকি যাদবকে খুন করে সাহিল গেহলট। জানা যায়, সাহিল তাঁকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছে, এ কথা জানতে পারেন নিকি। এরপর সাহিলের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় নিকির। গাড়ির মধ্যেই এরপর নিকি যাদবকে খুন করে তাঁর ৪ বছরের প্রেমিক।

পুলিশের কথায়, খুনের আগে নিকি সাহিলের সঙ্গে গোয়ায় যেতে চান। কিন্তু গোয়ার টিকিট মেলেনি বলে সাহিল নিকিকে হিমাচল প্রদেশে নিয়ে যায় বাসে করে। হিমাচল প্রদেশে নিয়ে গিয়েই নিকিকে ছেড়ে সাহিলের চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশ জানতে পারে। ফলে নিকি যাদবের সঙ্গে শ্রদ্ধা ওয়ালকর খুনের মিল খুঁজে পাচ্ছে পুলিশ।



@endif