IPL Auction 2025 Live

Arvind Kejriwal: ফের ধাক্কা খেলেন কেজরিওয়াল, আবগারী দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীর জামিন আপাতত স্থগিত করল দিল্লি হাইকোর্ট

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট যখন কেজরিওয়ালের জামিন মঞ্জুরের রায় দেয়, তখন ওই রায়ের বিরোধিতা করার সুযোগ তাঁরা পাননি। এমনকী কেজরির জামিনের বিরোধিতা করার জন্য নির্দিষ্ট সময়ও তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষের আইনজীবী এস ভি রাজু।

Arvind Kejriwal (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২১ জুন: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিন আপাতত স্থগিত করল দিল্লি হাইকোর্ট। আবগারী দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে রাউস অ্যাভিনিউ কোর্ট। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পালটা হাইকোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেজরিওয়ালের জামিন নিয়ে ইডি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলে, ফের ধাক্কা  খান মুখ্যমন্ত্রী। আবগারী দুর্নীতি মামলায় আপাতত কেজরিওয়ালের জামি স্থগিত করে দেয় দিল্লি হাইকোর্ট।

আরও পড়ুন: Delhi Excise Policy Row: আবগারী দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট যখন কেজরিওয়ালের জামিন মঞ্জুরের রায় দেয়, তখন ওই রায়ের বিরোধিতা করার সুযোগ তাঁরা পাননি। এমনকী কেজরির জামিনের বিরোধিতা করার জন্য নির্দিষ্ট সময়ও তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষের আইনজীবী এস ভি রাজু। যা শুনে ইডির দাবির পালটা বিরোধিতা করেন কেজরিওয়ালের আইনজীবী বিক্রম চৌধুরী। এমনকী ইডির আবেদনের নিন্দাও করেন কেজরির আইনজীবী বিক্রম।

দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী বিক্রম চৌধুরী বলেন, যা হয়েছে, তা আশ্চর্যজনক। এটি অত্যন্ত ভুল, এবং অপ্রত্যাশিত।