Satyendar Jain Health Update: করোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্য মন্ত্রীর শারীরিক অবস্থা সংকট জনক, রয়েছেন ভেন্টিলেশনে

কোভিড-১৯ এ আক্রান্ত দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জনৈর (Satyendar Jain) শারীরিক পরিস্থিতি সংকট জনক। তীব্র শ্বাসকষ্টের কারণে তাঁকে রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। ফুসফুসে সংক্রমণ বাড়তেই জৈনের শারীর অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকরা তৎপরতার সঙ্গে তাঁর ভেন্টিলেশনের ব্যবস্থা করেন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রীর অফিসের তরফেই এই খবর মিলেছে। গত মঙ্গলবার ১৬ জুন জ্বর না নামার কারণে ফের ১৭ জুন সত্যেন্দ্র জৈনের কোভিড-১৯ টেস্ট হয় তার রিপোর্ট পজিটিভ আসে। এখন তাঁকে সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তাঁর প্লাজমা থেরাপি হবে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রীর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ বেড়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতির উপরে নিয়মিত নজর রাখছেন।

সত্যেন্দ্র জৈন (Photo Image: PTI)

নতুন দিল্লি, ১৯ জুন: কোভিড-১৯ এ আক্রান্ত দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জনৈর (Satyendar Jain) শারীরিক পরিস্থিতি সংকট জনক। তীব্র শ্বাসকষ্টের কারণে তাঁকে রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। ফুসফুসে সংক্রমণ বাড়তেই জৈনের শারীর অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকরা তৎপরতার সঙ্গে তাঁর ভেন্টিলেশনের ব্যবস্থা করেন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রীর অফিসের তরফেই এই খবর মিলেছে। গত মঙ্গলবার ১৬ জুন জ্বর না নামার কারণে ফের ১৭ জুন সত্যেন্দ্র জৈনের কোভিড-১৯ টেস্ট হয় তার রিপোর্ট পজিটিভ আসে। এখন তাঁকে সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তাঁর প্লাজমা থেরাপি হবে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রীর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ বেড়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতির উপরে নিয়মিত নজর রাখছেন।

শ্বাসকষ্ট জ্বর-সহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আম আদমি পার্টির বছর ৫৫-র এই নেতা চলতি সপ্তাহেই রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দিন সরকারি তরফে জানানো হয় যে দিল্লির স্বাস্থ্য মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হলেও জ্বর নামেনি। তাই প্রয়োজন মাফিক ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। এই মুহূর্তে দিল্লির স্বাস্থ্য মন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আরও পড়ুন-SBI: রবিবার মিলবে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অনলাইন পরিষেবা, কেন জানেন?

তথ্য বলছে, এনিয়ে আম আদমি পার্টির চারজন বিধায়ক করোনায় আক্রান্ত হলেন। কালকাজির- বিধায়ক অতিশির শরীরেও মারণ বাইরাসের জীবাণু মিলেছে গত বুধবার। ওই বিধায়ক মৃদু উপসর্গ নিয়ে আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন। একই সঙ্গে করোল বাগের বিধায়ক বিশেষ রবি ও প্যাটেল নগরের বিধায়ক রাজকুমার আনন্দের শরীরেও মিলেছে করোনাভাইরাসের জীবাণু।