Delhi: ভ্যাকসিন নেই, ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকা দেবে না দিল্লি সরকার

করোনা ভ্যাকসিন, ছবি ট্যুইটার

দিল্লি, ১২ মে: ১৮ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত কারও টিকাকরণ (Vaccination) করা হবে না এই মুহূর্তে৷ বৃহস্পতিবার থেকে ১৮ থেকে ৪৫ বছর বয়সী দিল্লির কেউ টিকা পাবেন না বলে জানানো হয়েছে অরবিন্দ কেজিওয়াল সরকারের তরফে৷

দিল্লির (Delhi) স্বাস্থ্য দফতরের হাতে আর মাত্র ৪ ঘণ্টা চালানোর মতো ভ্যাকসিন রয়েছে৷ সেই কারণে এই মুহূর্তে ১৮ থেকে ৪৫ বছর বয়সী কেউ টিকাকরণের আওতায় পড়বেন না বলে জানানো হয়েছে৷  দিল্লির স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, তাদের হাতে যে ভ্যাকসিন রয়েছে, তাতে ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ৪৫ বছর উর্ধ্বদের টিকা দেওয়া কাজ হবে৷

আরও পড়ুন: Black Fungus: করোনার মাঝে 'মারণ' ব্ল্যাক ফাঙ্গাসের হানাদারি, মধ্যপ্রদেশে আক্রান্ত ৫০

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া জানান, ভারত বায়োটেকের তরফে তাদের জানানো হয়েছে, কোভিড নিয়ন্ত্রণে দিল্লিকে তারা আর কোভ্যাক্সিন (Covaxin) দেবে না৷ তিনি আরও জানান, সম্প্রতি কোভ্যাক্সিনের কাছে ১.৩৪ কোটি ডোজের আবেদন জানানো হয়৷ কোভিশিল্ডের কাছে চাওয়া হয় ৬৭ লক্ষ ডোজ৷ দিল্লি সরকারের ওই আবেদনের পর ভারত বায়োটেকের তরফে স্পষ্ট জানানো হয়, রাজধানী শহরকে তারা আর ভ্যাকসিন সরবরাহ করতে পারবে না৷ এরপরই দিল্লি সরকারের তরফে স্পষ্ট জানানো হয়, তাদের কাছে যে ভ্যাকসিন (Vaccine) রয়েছে,তা দিয়ে আর ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের এই মুহূর্তে টিকা দেওয়া সম্ভব নয়৷