AAP Government Renames Pragati Maidan Metro Station: দিল্লির প্রগতী ময়দান মেট্রো স্টেশনের নাম বদলে হচ্ছে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন,কেন জানেন?
এক মাসের মধ্যেই নতুন নাম পেতে চলেছে দিল্লির প্রগতী ময়দান মেট্রো স্টেশন (Pragati Maidan metro station)। অর্থাৎ নতুন বছরে প্রগতী ময়দান মেট্রো স্টেশন হয়ে যাবে নাম বদলে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন (Supreme Court metro station)। বছরের শেষ দিনে এক সাংবাদিক সম্মেলনে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Deputy Chief Minister Manish Sisodia) বলেন, একমাসের মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। চলন্ত মেট্রোর মধ্যে যে পরবর্তী স্টেশনের নাম ঘোষণা হয়। তা-ও সম্পূর্ণ হয়ে যাবে। তখন যাত্রীরাও শুনবেন ঘোষিকা বলছেন পরবর্তী স্টেশন সুপ্রিম কোর্ট।
নতুন দিল্লি, ৩১ ডিসেম্বর: এক মাসের মধ্যেই নতুন নাম পেতে চলেছে দিল্লির প্রগতী ময়দান মেট্রো স্টেশন (Pragati Maidan metro station)। অর্থাৎ নতুন বছরে প্রগতী ময়দান মেট্রো স্টেশন হয়ে যাবে নাম বদলে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন (Supreme Court metro station)। বছরের শেষ দিনে এক সাংবাদিক সম্মেলনে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Deputy Chief Minister Manish Sisodia) বলেন, একমাসের মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। চলন্ত মেট্রোর মধ্যে যে পরবর্তী স্টেশনের নাম ঘোষণা হয়। তা-ও সম্পূর্ণ হয়ে যাবে। তখন যাত্রীরাও শুনবেন ঘোষিকা বলছেন পরবর্তী স্টেশন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নাম বদলে যাচ্ছে রাজধানীর রিং রোডের মুকারবা চকের। এর নতুন নামকরণ হচ্ছে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রা চক (Shaheed Captain Vikram Batra Chowk)।
শুধু মুকারবা চকের (Mukarba Chowk) নাম বদলে ক্যাপ্টেন বাত্রার নামে রাখা হচ্ছে তাই নয়। বদলে যাচ্ছে লাগোয়া উড়ালপুলের নামও। সেটিও আগামী মাস থেকে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রা উড়ালপুল নামেই পরিচিতি পাবে। কার্গিল যুদ্ধে শহিদ হয়েছিলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। একইভাবে বদলে য়াচ্ছে বদরপুর মেহেরুলি রোডের নামও। এর নতুন নামকরণ হচ্ছে আচার্য মহাপ্রজ্ঞা মার্গ। এই নাম বদলের হিড়িকের মাঝেই কেন্দ্রীয় মন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, এই এলাকায় যাঁরা এখনও বিদ্যুতের সুবিধা পেলেও তাঁদের নাম প্রশাসনের খাতায় ওঠেনি। তাঁরা অন্যান্যদের মতোই একই হারে কর দেবে। আরও পড়ুন-Nirmala Sitharaman Forms National Infrastructure Pipeline: ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি, আগামী ৫ বছরের প্রকল্পের জন্য ১০৫ লক্ষ কোটি বরাদ্দ করল কেন্দ্র
মূলত একই বিদ্যুতের রেট থকলেও এলাকাভিত্তিক ভাগ হয়েছিল গতবার। এবার ফের ভাগাভাগি বন্ধ হয়ে যাচ্ছে। যাঁরা এতদিন বেশি টাকা মিটিয়েছেন। তাঁরা সেই টাকা একই সঙ্গে প্রশাসনের তরফে ফেরতও পাবেন, এমনটাই জানান মন্ত্রী সত্যেন্দ্র জৈন।