Delhi Shoot: দিল্লির মেট্রো স্টেশনের সামনে পুলিশ বন্ধুর গুলিতে খুন ২৬ বছরের তরুণী সাব ইন্সপেক্টর

নর্থ-ওয়েস্ট দিল্লির মেট্রো স্টেশনের সামনে তরুণী পুলিশ অফিসারকে গুলি করে মারল আরেক পুলিশ অফিসার। ছেলেটিকে মেয়েটির বন্ধু বলেই জানা যায়। শুক্রবার রাট সাড়ে ৯ টা নাগাদ এই ঘটনাটি ঘটে। মেয়েটির নাম প্রীতি আহলাবত, বয়স ২৬। পেশায় সাব ইন্সপেক্টর। যে গুলি চালায় তিনিও একজন পুলিশকর্মী বলে জানা গেছে। তরুণী রোহিণীর মেট্রো স্টেশন দিয়ে হেঁটে অফিস থেকে বাড়ি ফিরছিল। তার বন্ধু মেয়েটির দিকে তিনবার গুলি চালায়।

গুলি/ প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৮ ফেব্রুয়ারি: নর্থ-ওয়েস্ট দিল্লির (Delhi) মেট্রো স্টেশনের (Metro) সামনে তরুণী পুলিশ (Female Cop) অফিসারকে গুলি করে মারল আরেক পুলিশ অফিসার। পুলিশ অফিসারটিকে মেয়েটির বন্ধু বলেই জানা যায়। শুক্রবার রাত সাড়ে ৯ টা নাগাদ এই ঘটনাটি ঘটে। মেয়েটির নাম প্রীতি আহলাবত, বয়স ২৬। পেশায় সাব ইন্সপেক্টর। যে গুলি চালায় তিনিও একজন পুলিশকর্মী বলে জানা গেছে। তরুণী রোহিণীর মেট্রো স্টেশন দিয়ে হেঁটে অফিস থেকে বাড়ি ফিরছিল। তার বন্ধু মেয়েটির দিকে তিনবার গুলি চালায়।

পুলিশ জানিয়েছে, গুলি এসে তার মাথায় লাগে। পুলিশ অফিসাররা দ্রুত সেই স্থানে পৌঁছয়। দেহ উদ্ধার করে অটোপসির জন্য নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজ দেখে ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। ওই পুলিশ তরুণী ইস্ট দিল্লির একটি পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন। রোহিনীতে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। যে গুলি চালায় দীপাংশু রাঠী সেও পেশায় সাব ইন্সপেক্টর এবং রোহিনীতেই থাকে। আরও পড়ুন, ঘুরতে বেরিয়ে গণধর্ষিত ১২ বছরের কিশোরী, অভিযুক্ত প্রেমিক এবং বন্ধুরা

আজ দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগেরদিন এই ঘটনা ঘটে প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। নির্বাচনের কারণে রাজধানীজুড়ে রয়েছে কড়া নিরাপত্তা। তার মধ্যে এই ঘটনা কীকরে ঘটল তা নিয়ে প্রশ্নের মুখে দিল্লি পুলিশ। পুলিশ এবং প্যারা মিলিটারি ফোর্স সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পাহারা দিচ্ছে। নাকা চেকিং হচ্ছে দিকে দিকে। সমস্ত গাড়িও চেক করা হচ্ছে।



@endif