Delhi: ভাড়া নিয়ে বচসার জের, মহিলা যাত্রীকে ছুরিকাঘাত টোটো চালকের

এক মহিলা যাত্রীকে ভাড়া নিয়ে বচসার জেরে বারবার ছুরিকাঘাত সকরার অপরাধে এক ই-রিকশা চালককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার রাতে রলাজু নামের এক ই রিকশা চালক এক মহিলরা যাত্রীর থেকে বেশি ভাড়া চান বলে অভিযোগ।

Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৫ জুন: এক মহিলা যাত্রীকে ভাড়া নিয়ে বচসার জেরে বারবার ছুরিকাঘাত সকরার অপরাধে এক ই-রিকশা চালককে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। বৃহস্পতিবার রাতে রাজু নামের এক ই রিকশা (E-rickshaw) চালক এক মহিলরা যাত্রীর থেকে বেশি ভাড়া চান বলে অভিযোগ। মহিলা তা নিয়ে বিরোধিতা করলে দু জনের মধ্যে বচসা শুরু হয়। এরপরই সেই চালক পকেট থেকে ছুরি বের করে, বারবার মহিলার পেটে আঘাত করতে থাকেন। রক্তাক্ত অবস্থায় সেই মহিলা যাত্রী রাস্তাতে পড়ে যান। এরপর সেই মহিলা যাত্রীকে রোহিনির বিএসএ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। আরও পড়ুন: 

বিশ্বের 'বৃহত্তম গ্রিন রেলওয়ে' হতে চলেছে ভারতীয় রেল

সেখান তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে সফদরজঙ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সেই মহিলার শরীরের জখম অনেকটাই সেরে ওঠে। এমন কথাই জানান ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজীব রঞ্জন সিং। মহিলা যাত্রীটিকে আগে থেকেই ওই ই রিকশা চালক চিনতেন বলে জানা গিয়েছে। চালককে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে, ভাড়া নিয়ে বচসার কারণেই ওই মহিলাকে ছুরি দিয়ে বারবার আঘাত করেন ওই ই রিকশা চালক। শারীরিক অবস্থা খারাপ থাকায় এখনও মহিলা যাত্রীর বয়ান নেওয়া যায়নি। পুলিশি রেকর্ড থেকে জানা গিয়েছে এই ই-রিকশা চালকের বিরুদ্ধে ১১টি অপরাধমূলক (ক্রিমিনাল) কেস রয়েছে।