Delhi Violence: দিল্লিজুড়ে দু'দিন ধরে জ্বলল আগুন, বন্ধ্ সিবিএসসি পরীক্ষা, তারই ১০ টি গুরুত্বপূর্ন ঘটনা

উত্তর পূর্ব দিল্লিতে বিক্ষোভকারী, পুলিশের সংঘর্ষে হেড কনস্টেবেলসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু'শোর বেশি লোক। ১৪৪ ধারা ভেঙে সারাদিন ধরে চলেছে তাণ্ডব। গত শনিবার থেকেই জ্বলছিল ধিকিধিকি আগুন। রবিবার তা কিছুটা ছড়ায়। সোমবার ও মঙ্গলবার তা মাত্রাছাড়া রূপ নেয়। ওলিতেগলিতে ধর্মের ওপর ভিত্তি করে চলেছে বিক্ষোভকারীদের অত্যাচার। যার ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ থেকে সাংবাদিক।

অশান্ত দিল্লি (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি: উত্তর পূর্ব দিল্লিতে (North East Delhi) বিক্ষোভকারী, পুলিশের সংঘর্ষে হেড কনস্টেবেলসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু'শোর বেশি লোক। ১৪৪ ধারা ভেঙে সারাদিন ধরে চলেছে তাণ্ডব। গত শনিবার থেকেই জ্বলছিল ধিকিধিকি আগুন। রবিবার তা কিছুটা ছড়ায়। সোমবার ও মঙ্গলবার তা মাত্রাছাড়া রূপ নেয়। ওলিতেগলিতে ধর্মের ওপর ভিত্তি করে চলেছে বিক্ষোভকারীদের (Protesters) অত্যাচার। যার ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ থেকে সাংবাদিক।

মার্কিন প্রেসিডেন্টের থেকে হিংসা আড়াল করতে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ। সিএএ সমর্থন এবং বিরোধী দলের লড়াইয়ে ভাজনপুরা, জাফরাবাদ, মৌজপুর চৌক, বাবরপুরে হিংসের আগুন জ্বলে ওঠে। বন্দুক উঁচিয়ে চলে পুলিশ নিগ্রহ। নিগৃহীত হয় সাংবাদিকসহ সাধারণ মানুষও। অন্যদিকে দেখা যায় পুলিশের যথেচ্ছ অত্যাচারও। গতকাল অজিত দোভাল, ডেপুটি কমিশনার অফ পুলিশ এসে উত্তর-পূর্ব দিল্লি পরিদর্শন করেন। আরও পড়ুন, দিল্লিতে হিংসা নিয়ন্ত্রণে অরবিন্দ কেজরিওয়ালকে সবরকম সাহায্যের আশ্বাস অমিত শাহর

১০ টি গুরুত্বপূর্ণ ঘটনা-