Delhi Assembly Elections 2020: স্ত্রী-পুত্র-বাবা-মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মসনদে ফের আসছে AAP প্রতিক্রিয়াও দিলেন জোর গলায়

শনিবার চলছে দিল্লি ভোট প্রক্রিয়া (Delhi Assembly Elections 2020)। ভোট দেবেন রাজধানীর (Capital) দেড় কোটি ভোটার (Voter)। সকাল থেকেই ভিড় উপচে পড়ছে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে। এদিকে এদিন সকাল সকাল দিল্লিতে নিজের বিধানসভা কেন্দ্রে ভোট দিতে গেলেন ভোট প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। স্ত্রী-পুত্র-বাবা-মাকে সঙ্গে নিয়েই এদিন ভোট দিলেন তিনি। সেই সঙ্গেই জোর গলায় তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, দিল্লির মসনদে ফের আসছে AAP-ই।

স্ত্রী-পুত্র-বাবা-মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অরবিন্দ কেজরিওয়াল (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৮ ফেব্রুয়ারি: শনিবার চলছে দিল্লি ভোট প্রক্রিয়া (Delhi Assembly Elections 2020)। ভোট দেবেন রাজধানীর (Capital) দেড় কোটি ভোটার (Voter)। সকাল থেকেই ভিড় উপচে পড়ছে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে। এদিকে এদিন সকাল সকাল দিল্লিতে নিজের বিধানসভা কেন্দ্রে ভোট দিতে গেলেন ভোট প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। স্ত্রী-পুত্র-বাবা-মাকে সঙ্গে নিয়েই এদিন ভোট দিলেন তিনি। সেই সঙ্গেই জোর গলায় তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, দিল্লির মসনদে ফের আসছে AAP-ই।

কঠিন লড়াই! অরবিন্দ কেজরিওয়াল বনাম নরেন্দ্র মোদি-অমিত শাহ। CAA এবং NRC-র আবহে আগামী পাঁচ বছরের জন্য বিধানসভায় প্রতিনিধি বেছে দিতে এদিন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন রাজধানীর মানুষ। প্রায় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। বুথে বুথে লম্বা লাইন। দিল্লির ৬ ফ্লেগ স্টাফ রোডে মুখ্যমন্ত্রী (Chief Minister) তথা কেজরিওয়ালের সরকারি আবাস। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে সকাল সকাল ভোট দিতে যান তিনি। তবে, ভোট দেওয়ার আগে বাবা-মাকে প্রণাম করে আশীর্বাদ নেন। মায়ের বেঁধে দেওয়া মন্ত্রপূত ধাগা হাতে নিয়েই ভোটকেন্দ্রে যান আপ প্রধান। এবার তিনি নয়াদিল্লি বিধানসভা আসনে ভোটে দাঁড়িয়েছেন। বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির সুনীল যাদব (Sunil Yadav) ও কংগ্রেসের রমেশ সরবওয়াল (Ramesh Sabharwal)। তাঁরাও সকাল সকাল নিজের ভোট দেন কেন্দ্রে গিয়ে। এ দিন সকলকে ভোট দেওয়ার আমন্ত্রণ জানানোর পাশাপাশি বিশেষ করে মহিলাদের ওপর ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। ভোট দেওয়ার পর কেজরি বলেন, 'দিল্লির ক্ষমতার ফের ফিরবে আপ'। আরও পড়ুন: Delhi Assembly Elections 2020: আজ দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ, ময়দানে লড়ছে আপ, বিজেপি ও কংগ্রেস

গত পাঁচ বছরে জল (Water), বিদ্যুৎ ফ্রি (Electricity Fee) করে দেওয়ার মতো পদক্ষেপ বনাম কেন্দ্রের উন্নয়ন। গতবারের মতো আপ কি ফের অনায়াসে কুর্সি দখল করবেন? নাকি মোদি ম্যাজিকে (Modi Magic) দেশের রাজধানীতে ২২ বছর পর ক্ষমতায় ফিরবে বিজেপি? উত্তর মিলবে আগামী মঙ্গলবার।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now