Delhi Assembly Elections 2020 Results: দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনার দু'ঘণ্টা পার, ৫১ টি আসনে এগিয়ে আপ, বিজেপি ১৯

আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। চলছে ভোটগণনা। রাজধানীর মসনদে কে বসবে এবার তাই দেখার পালা। লড়াইয়ের জন্য ময়দানে রয়েছে- কংগ্রেস, আপ ও বিজেপি। মোট ৭০ টি আসন রয়েছে। গতবছর ৬৭ টি আসনে আম আদমি পার্টি জয়লাভ করে। রীতিমতো কুপোকাত হয়ে যায় অন্যদলগুলি। এখনও পর্যন্ত আপ এগিয়ে রয়েছে। বেশকিছু ব্যাবধানে বিজেপি এখনও পর্যন্ত পিছিয়ে।

Delhi Assembly Elections 2020 Results: দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনার দু'ঘণ্টা পার, ৫১ টি আসনে এগিয়ে আপ, বিজেপি ১৯
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা (File Photo)

নতুন দিল্লি, ১১ ফেব্রুয়ারি: আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ (Delhi Assembly Election Result)। চলছে ভোটগণনা (Counting)। রাজধানীর মসনদে কে বসবে এবার তাই দেখার পালা। লড়াইয়ের জন্য ময়দানে রয়েছে- কংগ্রেস (Congress), আপ (AAP) ও বিজেপি(BJP)। মোট ৭০ টি আসন রয়েছে। গতবছর ৬৭ টি আসনে আম আদমি পার্টি জয়লাভ করে। রীতিমতো কুপোকাত হয়ে যায় অন্যদলগুলি। এখনও পর্যন্ত আপ এগিয়ে রয়েছে। বেশকিছু ব্যবধানে বিজেপি এখনও পর্যন্ত পিছিয়ে।এখনও পর্যন্ত আপের আসনের হার ৫১, বিজেপি ১৯। কংগ্রেসের ঝুলি শূন্য।

গত বিধানসভা ভোটে (২০১৫ সালে) দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জিতেছিল (আপ)। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটের ক্ষেত্রে বিষয়টি ঘটে পুরো উলটো। ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৫টিতে এগিয়ে ছিল বিজেপি। পাঁচটিতে কংগ্রেস। আপ একটিতেও নয়। লোকসভার সাতটি আসনের সাতটিতেই জেতে বিজেপি। ২০১৪ সালের লোকসভা ভোট, যে ভোটে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি, সেই ভোটেও বিজেপি দিল্লিতে সাতে সাত জিতেছিল। কিন্তু পরের বছরই বিধানসভা ভোটে ঝাঁটাবাহিনীর স্রোতে ভেসে গেছিল বিজেপি। আরও পড়ুন, রাজ্যে বেকারত্বের হার আরও কমাতে অর্থমন্ত্রীর দাওয়াই 'বাংলাশ্রী'-'কর্মসাথী'

জনতা শনিবারই ভোট দিয়েছে। ইভিএম বন্দি হয়েছে দিল্লির ভবিষ্যৎ। এক্সিট পোলের খবর অনুযায়ী আপ ফের ফিরছে দিল্লির ক্ষমতায়। জনতার রায় শনিবারই ইভিএম-বন্দি হয়ে গিয়েছে। আজ সময়মতো ভোটগণনা সকাল আটটায় শুরু হয়ে গেছে। আত্মবিশ্বাসী আপ, বিজেপি সকালথেকে পুজো, অর্চনায় আশায় বুক বাধছে। কংগ্রেস এখনও পর্যন্ত খাতা খোলেনি।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



সম্পর্কিত খবর

Kolkata FF Fatafat Result Today 18 January: লটারি কাটুন আর লাখপতি হন, আজ শনিবার কলকাতা ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে

Saif Ali Khan: অন্দরে দুষ্কৃতী প্রবেশে ভিতরের কারুর হাত! সইফের বাড়ির কর্মীদের থানায় এনে চলল জিজ্ঞাসাবাদ

Kolkata FF Fatafat Today Result: অনলাইনে ফটাফট জেনে নিন কলকাতা ফটাফটের ফলাফল

Delhi Election 2025 BJP Manifesto: কেজরিওয়ালের ২১০০কে চ্য়ালেঞ্জ জানিয়ে দিল্লিতে বিজেপির মাসে আড়াই হাজারের 'লক্ষ্মীভাণ্ডার'ঘোষণা

Share Us