Arvind Kejriwal: 'ঈশ্বর রক্ষা করবেন', ইস্তফা দিয়ে জরুরি পদক্ষেপ প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

সিভিল লাইন এলাকার বাসভবন থেকে কেজরিওয়াল যাতে না সরেন, সে বিষয়ে তাঁকে আবেদন জানানো হয় আপ নেতৃত্বের তরফে। নিরাপত্তার কারণে ওই বাসভবনেই তাঁকে থাকার কথা জানানো হয়। কিন্তু রাজি হননি আপ প্রধান।

Atishi, Arvind Kejriwal (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৮ সেপ্টেম্বর : দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রীর (Delhi CM)  পদে বসতে চলেছেন অতিশী (Atishi)। মঙ্গলবার বিকেলে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার সিভিল লাইন এলাকার যে বাসভবনে তিনি থাকতেন, সেখান থেকে সরে যাবেন কেজরিওয়াল। রাজধানীর সিভিল লাইন এলাকায় মুখ্যমন্ত্রীর যে বাসভবন রয়েছে, সেখান থেকে কেজরিওয়াল সরে যাবেন বলে খবর। আপ সাংসদ সঞ্জয় সিং বুধবার এমনই জানান।

সিভিল লাইন এলাকার বাসভবন থেকে কেজরিওয়াল যাতে না সরেন, সে বিষয়ে তাঁকে আবেদন জানানো হয় আপ নেতৃত্বের তরফে। নিরাপত্তার কারণে ওই বাসভবনেই তাঁকে থাকার কথা জানানো হয়। কিন্তু রাজি হননি আপ প্রধান। সিভিল লাইন এলাকার বাসভবন থেকে তিনি সরে যাবেন বলে দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন কেজরিওয়াল। পাশাপাশি নিরাপত্তা নিয়ে চিন্তা থাকলেও, ঈশ্বর তাঁকে রক্ষা করবেন বলে মন্তব্য করেন কেজরিওয়াল। এমনও শোনা যায় সঞ্জয় সিংয়ের বক্তব্যে।

আরও পড়ুন: Delhi CM: দিল্লির মুখমন্ত্রী পদে ইস্তফা দিলেন Arvind Kejriwal

সম্প্রতি দিল্লির তিহাড় জেল থেকে জামিন পান অরবিন্দ কেজরিওয়াল। জামিনে মুক্ত হওয়ার পরই কেজরি জানান, যতক্ষণ না পর্যন্ত তিনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততক্ষণ দিল্লির মুখ্যমন্ত্রী পদে আর বসবেন না। ফলে অতিশীকে হবু মুখ্যমন্ত্রী পদে প্রস্তাব করার পর মঙ্গলবার ইস্তফা দেন আপ প্রধান।