Rajnath Singh On Sikkim Floods: সিকিমের বন্যা নিয়ে টুইট প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর, সেনা ও নাগরিকদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ
আচমকা হড়পা বানে উত্তর সিকিমে নিখোঁজ হয়ে গেছিলেন ২৩ জন ভারতীয় সৈনিক। এখনও পর্যন্ত তার মধ্যে আটজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
নয়াদিল্লি: আচমকা হড়পা বানে (Sikkim flash floods) উত্তর সিকিমে (North Sikim) নিখোঁজ (Missing) হয়ে গেছিলেন ২৩ জন ভারতীয় সৈনিক (Indian Army soldiers)। এখনও পর্যন্ত তার মধ্যে আটজনের (eight Army personnel) মৃতদেহ (dead body) উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে টুইট করে এই বিষয়ে শোকপ্রকাশ করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh)। পাশাপাশি এখনও পর্যন্ত নিখোঁজ সেনা জওয়ান ও সাধারণ নাগরিকদের সন্ধানে তল্লাশি চলছে বলেও জানান তিনি।
প্রতিরক্ষা মন্ত্রী টুইট করেন, সিকিমের গ্লেসিয়ার লেক ফেটে (glacial lake burst in Sikkim) সৃষ্টি হওয়া হড়পা বানের (flash floods) ফলে আটজন সেনা জওয়ান-সহ বাকিদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত (Deeply pained)। দুর্ভাগ্যজনক এই ঘটনার ফলে সবার মনই ভারাক্রান্ত। নিখোঁজ হওয়া ২৩ জন জওয়ানের মধ্যে এখন পর্যন্ত আটজন বীর সৈনিকের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। দেশের সীমান্ত এলাকায় (service of the nation) কর্তব্যরত (deployed) অবস্থায় এভাবে তাঁদের মৃত্যুর ঘটনা কখনই স্মৃতি থেকে অমলিন হবে না (forgotten)। এখনও পর্যন্ত নিখোঁজ ১৪ জন জওয়ান ও অন্যান্য নাগরিকদের সন্ধানে তল্লাশি অভিযান (Search operations) চলছে (underway)। আরও পড়ুন: GST: ময়দা, গুড়ে জিএসটি নিয়ে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)