দশেরায় ফ্রান্সের প্যারিসে 'অস্ত্রপুজো' করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
দশেরাতে অস্ত্রপুজো (Shastra Pooja) করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh )। তবে এবার করবেন ফ্রান্সের প্যারিসে (paris)। ৮ তারিখ তিনি রাফাল (Rafale) যুদ্ধবিমান নিতে ফ্রান্স যাচ্ছেন। তাই প্যারিসেই অস্ত্রপুজো Shastra Pooja) সারবেন তিনি। অস্ত্রপুজো হিন্দুদের অতি প্রাচীন রীতি। যেখানে সেনারা তাদের অস্ত্রের পুজো করতেন। প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন প্রতিবছর অস্ত্রপুজো করতেন রাজনাথ সিং। এখন তিনি প্রতিরক্ষা মন্ত্রী। এবার নিয়মের অন্যথা হবে না।
নতুন দিল্লি, ৬ অক্টোবর: দশেরাতে অস্ত্রপুজো (Shastra Pooja) করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh )। তবে এবার করবেন ফ্রান্সের প্যারিসে (paris)। ৮ তারিখ তিনি রাফাল (Rafale) যুদ্ধবিমান নিতে ফ্রান্স যাচ্ছেন। তাই প্যারিসেই অস্ত্রপুজো Shastra Pooja) সারবেন তিনি। অস্ত্রপুজো হিন্দুদের অতি প্রাচীন রীতি। যেখানে সেনারা তাদের অস্ত্রের পুজো করতেন। প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন প্রতিবছর অস্ত্রপুজো করতেন রাজনাথ সিং। এখন তিনি প্রতিরক্ষা মন্ত্রী। এবার নিয়মের অন্যথা হবে না।
আরও জানা যাচ্ছে যে, খুব শীঘ্রই রাজনাথ সিং ফ্রান্স রওনা হবেন। সেখানে প্রথমে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে দেখা করবেন। পরে যাবেন রাফাল গ্রহণ করতে। জানা যাচ্ছে, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রতিবছর দশেরাতে অস্ত্রপুজো করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুজোয় রাখা হতো পুরোনো ও আধুনিক অস্ত্র। আরও পড়ুন: Air Force Day 2019: পাকিস্তানের হামলা রুখে অভিনন্দন বর্তমানের ৫১ স্কয়্যাড্রন পাচ্ছে বিশেষ সম্মান
কয়েকবছর ধরেই বায়ু সেনার শক্তিবৃদ্ধিতে জোর দিয়েছে বর্তমান সরকার। প্রয়োজনের তুলনায় বায়ু সেনার হাতে অ্যাটাকিং বিমান কম রয়েছে। সেই কারণেই ফ্রান্স থেকে রাফাল (Rafale) কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সেই সংখ্যা মাত্র ৩৬। ৮ অক্টোবর ভারতের হাতে প্রথম তুলে দেওয়া হবে রাফাল। পাশাপাশি বিদেশ থেকে আরও ১২৪টি যুদ্ধ বিমান কিনতে প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। দেশীয় প্রযুক্তিকে তৈরি তেজস যুদ্ধ বিমান পেতেও আগ্রহী বায়ু সেনা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ৮৩টি তেজস মার্ক-১ বিমানের অর্ডার দেওয়া হয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে (Hindustan Aeronautics Limited)।