Coronavirus Death Toll 52: লাফিয়ে বাড়ছে সংখ্যা, হরিয়ানায় ৬৭ বছরের করোনা আক্রান্তের মৃত্যুতে ভারত এখন ৫২
বুধবার হরিয়ানায় ৬৭ বছরের প্রৌঢ়ের মৃত্যুর পরেই করোনায় দেশে মৃতের সংখ্যা পৌঁছে গেল ৫২-তে। সংবাদ সংস্থা এএনআই-এর টুইটানুসারে মৃত ব্যক্তি আম্বালার বাসিন্দা। আম্বালার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা কুলদীপ সিং বলেছেন, ওই ব্যক্তি চণ্ডীগড়ের পিজিআইএমইআর-এ চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরে করোনার জীবাণু মেলে। দ্রুতবেগে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার ভোরেই পদ্মশ্রী নির্মল সিংয়ের প্রাণ কেড়েছে করোনা। পাঞ্জাবের কোভিড-১৯ বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ মুখ্যসচিব কেবিএস সিধু জানান, নির্মল সিং স্থানীয় জিএমসি হাসপাতালের ভেন্টিলেটরে ছিলেন। ব্রঙ্কাইটিসের কারণে তাঁর শারীরিক বিপর্যয় বেড়ে গিয়েছিল। যার পরিণতি হল মৃত্যুতে।
চণ্ডীগড় ২ এপ্রিল: বুধবার হরিয়ানায় ৬৭ বছরের প্রৌঢ়ের মৃত্যুর পরেই করোনায় দেশে মৃতের সংখ্যা পৌঁছে গেল ৫২-তে। সংবাদ সংস্থা এএনআই-এর টুইটানুসারে মৃত ব্যক্তি আম্বালার বাসিন্দা। আম্বালার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা কুলদীপ সিং বলেছেন, ওই ব্যক্তি চণ্ডীগড়ের পিজিআইএমইআর-এ চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরে করোনার জীবাণু মেলে। দ্রুতবেগে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার ভোরেই পদ্মশ্রী নির্মল সিংয়ের প্রাণ কেড়েছে করোনা। পাঞ্জাবের কোভিড-১৯ বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ মুখ্যসচিব কেবিএস সিধু জানান, নির্মল সিং স্থানীয় জিএমসি হাসপাতালের ভেন্টিলেটরে ছিলেন। ব্রঙ্কাইটিসের কারণে তাঁর শারীরিক বিপর্যয় বেড়ে গিয়েছিল। যার পরিণতি হল মৃত্যুতে।
মঙ্গলবার গুরুগ্রামের করোনা আক্রান্ত ১০ জন রোগীর মধ্যে ৯ জন সুস্থ হয়ে যাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এপ্রিলের ১ তারিখে সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯, যার মধ্যে ১৩ জন ইতিমধ্যেই যুদ্ধ জয় করে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। ফরিদাবাদ থেকে ৬ পজিটিভ রোগীর সন্ধান মিলেছে। চারজন পানিপথের। আম্বালা, সোনেপথ, পালওয়াল ও হিসার থেকে একজন করে আক্রান্তের সন্ধান মিলেছে। একই সঙ্গে পঞ্চকুলা থেকে দুজন কোভিড-১৯ পজিটিভ মিলেছে। শির্ষা জেলা থেকে তিনজেনর সন্ধান পাওয়া গিয়েছে। আরও পড়ুন-Canada PM Justin Trudeau: করোনার কোপে চাকরি খোয়ানো কানাডিয়ানদের বেতন দেবে সরকার, বললেন জাস্টিন ট্রুডো
দিল্লির নিজামুদ্দিনের মার্কাজ বিল্ডিংয়ের তবলিকি জমাতে গিয়েছিলেন হরিয়ানার ১২৫ জন বাসিন্দা। এখনও পর্যন্ত সারা দেশে আক্রান্তের সংখ্যা ১৯৬৫ জন। যেখানে ১৭৬৪ জনের শরীরে ভাইরাস রয়েছে। ১৫১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মৃত্যু হয়েছে ৫২ জনের। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন এই তথ্যই দিয়েছে।