Covid Vaccine: বিহারে মৃত মহিলাকে দেওয়া হল করোনা টিকার দ্বিতীয় ডোজ!
দ্বিতীয় ডোজ না নেওয়া হলেও মোবাইল ফোনে মেসেজ ঢুকে যায়। এবং সেখানে দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেছে বলে লেখাও যায়। এই ঘটনা বারবার খবরের শিরোনামে স্থান পেয়েছে। তবে এবার যা হলো রীতিমতো চমকে যাওয়ার মতো ঘটনা। হ্যাঁ, কোনও গল্প কথা নয়।
পাটনা, ২২ ডিসেম্বর: দ্বিতীয় ডোজ (Covid Vaccination) না নেওয়া হলেও মোবাইল ফোনে মেসেজ ঢুকে যায়। এবং সেখানে দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেছে বলে লেখাও যায়। এই ঘটনা বারবার খবরের শিরোনামে স্থান পেয়েছে। তবে এবার যা হলো রীতিমতো চমকে যাওয়ার মতো ঘটনা। হ্যাঁ, কোনও গল্প কথা নয়। এই ঘটনা ঘটেছে বিহারের পাটনায়। দুই মাসে আগে মৃত মহিলার দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে বলে মেসেছে মোবাইল ফোনে। আর সেই মেসেজ দেখেছেন মৃত মহিলার স্বামী।
মৃত মহিলা লালো দেবীর স্বামী রাম উদগার ঠাকুর জানিয়েছেন, “আমার স্ত্রী বীরপুর ব্লকের অন্তর্গত খারমৌলি গ্রামে অসুস্থতার কারণে ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। বিহারের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগও একই তারিখে মৃত্যুর শংসাপত্র জারি করেছে। এখন, আমরা তার মৃত্যুর দুই মাস পরে স্বাস্থ্য বিভাগ থেকে করোনা টিকা শংসাপত্র পেয়েছি।”আরও পড়ুন: নিষিদ্ধ খ্রিস্টমাস, নিউ ইয়ারের পার্টি, দিল্লিতে ভয় ধরাচ্ছে ওমিক্রন সংক্রমণ
গত ২৫ নভেম্বর বীরপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কিষাণ ভবনে একটি টিকা শিবিরের আয়োজন করেছিল। শিবিরের পর লালো দেবীর নামে টিকা শংসাপত্র জারি করেন স্বাস্থ্য আধিকারিকরা। মৃত ব্যক্তিকে দেওয়া টিকা শংসাপত্রটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল এবং বেগুসরাই জেলায় যা এখন রীতিমতো আলোচনার বিষয়।
অনেকের মতে এটি একটি বিহারে টিকাদানের হার "বাড়ানোর" কৌশল"। এর আগেও বিহারের কোভিড টিকাদান কর্মসূচিতে অস্বচ্ছতার খবর সামলে এসেছিল। চলতি মাসেই নরেন্দ্র মোদি, অমিত শাহ, সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা চোপড়া-র মত সেলেবদের নাম বিহারের টিকাগ্রাহকদের নাম হিসেবে ছিল। বিারের আরওয়া জেলার একটি টিকা গ্রহণ কেন্দ্র থেকে নাকি এঁরা সবাই করোনার ভ্যাকসিন নিয়েছেন ৷ ওই টিকাকরণ কেন্দ্রের টিকা প্রাপকদের তালিকাতেই রয়েছে এই নরেন্দ্র মোদি, অমিত শাহ, প্রিয়ঙ্কা চোপড়াদের নাম৷ যে তালিকা প্রকাশ্যে আসতে প্রশাসনের কর্তাদেরও চোখ কপালে উঠেছে৷