Dantewada Shaheed Jawan Names: দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় নিহত ১১ জনের নাম প্রকাশ,দেখুন

Maoist Attack In Dantewada (Photo Credit: ANI)

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার মাওবাদী হামলায় পরপর ১০ পুলিশ  কর্মীর মৃত্যু হয়েছে। দান্তেওড়ার আরানপুর থেকে DRG জওয়ানদের একটি গাড়ি তল্লাশি চালিয়ে ফেরার পথে আইইডি বিস্ফোরণ হয়। যার জেরে DRG জওয়ানদের গাড়ির চালক-সহ আরও ১০ কর্মীর মৃত্যু হয়। বুধবারের ঘটনায় কোন কোন জওয়ানের মৃত্যু হয়েছে,সে বিষয়ে নামের তালিকা প্রকাশ করা হল। ১০ পুলিশ কর্মীর পাশাপাশি গাড়ির চালক ধনীরাম যাদবও প্রাণ হারিয়েছেন বলে খবর। ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আরানপুরে মাওবাদীরা মজুদ রয়েছে।  গোপণ সূত্রে সেই খবর পেয়ে সেখানে রুটিন তল্লাশি শুরু করেন DRG জওয়ানরা।  তল্লাশি সেরে ফেরার পথেই জওয়ানদের গাড়ি লক্ষ করে মাইন পোতা হলে, সেই বিস্ফোরণে পরপর ১১ জনের মৃত্যু হয়।

 

আরও পড়ুন: 10 Policemen Killed In Maoist Attack In Chattisgarh: ছত্তিশগড়ের দান্তেওয়াড়াতে মাওবাদী হামলা, মৃত দশ পুলিশকর্মী-সহ ১১

 



@endif