Cyclone Tauktae: ঘূর্ণিঝড় তকতের দাপট, গুজরাটে প্রাণহানি

ঘূর্ণিঝড় তকতে, ছবি ট্যুইটার

আহমেদাবাদ, ১৮ মে: কেরল, মুম্বইয়ের পর এবার তকতে দাপট দেখাচ্ছে গুজরাট জুড়ে। ঘূর্ণিঝড় তকতের (Cyclone Tauktae) দাপটে গুজরাটে (Gujrat)এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার এমনই জানান গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Vijay Rupani)।

তিনি বলেন, ঘূর্ণিঝড় তকতের জেরে গুজরাটের ১৪টি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। ওই ১৪টি জেলা জুড়েই জোরদার বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের দাপটে গুজরাটের বিভিন্ন জায়গায় ৪০ হাজার গাছ উপড়ে পড়েছে। ১৬,৫০০ কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Rahul Gandhi: 'করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে জেগে উঠুক মোদী সরকার'

বর্তমানে গুজরাটের সৌরাষ্ট্রের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় তকতে। এই ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর-পশ্চিমে সরতে শুরু করলে, তবেই এর শক্তি কমতে শুরু করবে বলেও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।