Cyclone Gulab: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে পাকিস্তানি 'গুলাব'? সতর্কতা

মৌসম ভবন সূত্রে খবর, এই মুহূর্তে ওড়িশার গোপালপুর থকেে ৫১০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি৷ রবিবার অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী শ্রীকাকুলামে সেটি আছড়ে পড়তে পারে৷

Cyclone (Photo Credit: Skymet Weather)

কলকাতা, ২৫ সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে (Bay Of Bengal) ফের গভীর নিম্নচাপ তৈরি হয়েছে৷ যা শক্তি বাড়িয়ে রবিবার বিকেলে আছড়ে পড়তে পারে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে৷ যার জেরে ওড়িশা এবং অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা৷

মৌসম ভবন সূত্রে খবর, এই মুহূর্তে ওড়িশার গোপালপুর থকেে ৫১০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি৷ রবিবার অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী শ্রীকাকুলামে সেটি আছড়ে পড়তে পারে৷ ভূপৃষ্ঠে আছড়ে পড়ার পর, গুলাবের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার৷ তবে ৯০ কিলোমিটার পর্যন্তও এর গতিবেগ হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন৷  পশ্চিমবঙ্গে (West Bengal) ঘূর্ণিঝড়ের (Cyclone) সরাসরি প্রভাব পড়বে না, তবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷

আরও পড়ুন:  Cyclone Gulab: রবিবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'গুলাব', ওড়িশা, অন্ধ্রে সতর্কতা, রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি ভূপৃষ্ঠে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আচড়ে পড়লে, তার নাম হবে 'গুলাব' (Gulab)৷ পাকিস্তান (Pakistan) এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে৷ গুলাবের অর্থ গোলাপ৷ তবে গুলাবের সঠিক উচ্চারণ 'গুল-আব'৷



@endif