Cyclone Gulab: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে পাকিস্তানি 'গুলাব'? সতর্কতা
মৌসম ভবন সূত্রে খবর, এই মুহূর্তে ওড়িশার গোপালপুর থকেে ৫১০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি৷ রবিবার অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী শ্রীকাকুলামে সেটি আছড়ে পড়তে পারে৷
কলকাতা, ২৫ সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে (Bay Of Bengal) ফের গভীর নিম্নচাপ তৈরি হয়েছে৷ যা শক্তি বাড়িয়ে রবিবার বিকেলে আছড়ে পড়তে পারে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে৷ যার জেরে ওড়িশা এবং অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা৷
মৌসম ভবন সূত্রে খবর, এই মুহূর্তে ওড়িশার গোপালপুর থকেে ৫১০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি৷ রবিবার অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী শ্রীকাকুলামে সেটি আছড়ে পড়তে পারে৷ ভূপৃষ্ঠে আছড়ে পড়ার পর, গুলাবের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার৷ তবে ৯০ কিলোমিটার পর্যন্তও এর গতিবেগ হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন৷ পশ্চিমবঙ্গে (West Bengal) ঘূর্ণিঝড়ের (Cyclone) সরাসরি প্রভাব পড়বে না, তবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷
বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি ভূপৃষ্ঠে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আচড়ে পড়লে, তার নাম হবে 'গুলাব' (Gulab)৷ পাকিস্তান (Pakistan) এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে৷ গুলাবের অর্থ গোলাপ৷ তবে গুলাবের সঠিক উচ্চারণ 'গুল-আব'৷