Cyclone Gulab: ঘূর্ণিঝড় গুলাব, কারা করল এর নামকরণ?
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab)৷ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ রবিবার বিকেলে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে৷ আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপতনমের মধ্যে আছড়ে পড়তে পারে। ভূপৃষ্ঠে আছড়ে পড়লে, ওই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিংবা ৯০ কিলোমিটার হতে পারে৷ ঘূর্ণিঝড় গুলাব (Gulab) ভূপৃষ্ঠে আছড়ে পড়লে, তার বিপর্যয় কতটা হতে পারে, সেই আশঙ্কায় করা হচ্ছে উপযুক্ত পদক্ষেপ৷
নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab)৷ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ রবিবার বিকেলে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে৷ আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপতনমের মধ্যে আছড়ে পড়তে পারে। ভূপৃষ্ঠে আছড়ে পড়লে, ওই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিংবা ৯০ কিলোমিটার হতে পারে৷ ঘূর্ণিঝড় গুলাব (Gulab) ভূপৃষ্ঠে আছড়ে পড়লে, তার বিপর্যয় কতটা হতে পারে, সেই আশঙ্কায় করা হচ্ছে উপযুক্ত পদক্ষেপ৷
কিন্তু আপনি কি ভেবে দেখেছেন কী ভাবে ঘূর্ণিঝড়টির নাম হয়েছে? ঘূর্ণিঝড় 'গুলাব' এর নামকরণ করেছে পাকিস্তান। ঠিক যেমন এর আগের সাইক্লোন ইয়াসের নাম দিয়েছিল ওমান। 'গুলাব' শব্দটি বাংলায় গোলাপ ফুলকে বোঝায়। এটিকে 'গুল-আব' হিসাবে উচ্চারণ করতে হবে। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ও ইউনাইটেড নেশান অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এন্ড দা প্যাসিফিক এবং ওয়ার্ল্ড মেটেরোলজিকাল অর্গানাইজেশানের তরফে ক্রান্তীয় অঞ্চলের ঝড়ের নাম ঠিক করা হয়। এসক্যাপের সদস্য ১৩টি দেশ পালা করে এই ঝড়ের নাম রাখে। দেশগুলির করা নামের তালিকা থেকেই গুলাব নামটি নেওয়া হয়েছে। আরও পড়ুন: West Bengal Weather Update: কয়েক ঘণ্টা পড়ই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গুলাব, কলকাতা-সহ জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণিঝড়ের নাম এমন রাখা হয় যাতে সেটি ব্যবহার করা সহজ হয় এবং কোনও খারাপ মানে না দাঁড়ায়। ঘূর্ণিঝড়ের নাম রাজনীতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি এবং লিঙ্গের ক্ষেত্রে নিরপেক্ষ হওয়া উচিত। গত বছর মে মাসে ভারতে আঘাত করা ঘূর্ণিঝড়টি ছিল আম্ফান। এই নামটি ২০০৪ সালে প্রকাশিত তালিকায় শেষ নাম ছিল।