Cyclone Dana: বৃহস্পতিতে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ডানার ঝাপটায় প্রাণহানি রুখতে চূড়ান্ত পদক্ষেপ
ঘূর্ণিঝড়ের প্রভাবে জল, বিদ্যুৎ, খাবারের যাতে কোনও ধরনের অভাবে না হয়, তার জন্য পদক্ষেপ করা হচ্ছে ওড়িশা সরকারের তরফে। বিপর্যয় মোকাবিলাকারীদের ১১টি দল মোতায়েন করা হয়েছে ওড়িশায়।
ভুবনেশ্বর, ২২ অক্টোবর: বুধবার বঙ্গোপসাগরে (Bay Of Bengal) সৃষ্ট নিম্নচাপ পুরোদমে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হবে। ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মহাশক্তিশালী ডানা বৃহস্পতিবার আছড়ে পড়তে চলেছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। এমনই জানানো হয়েছেআবহাওয়া দফতরের তরফে। ঘূর্ণিঝড় ডানার (Cyclone Dana) প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে যাতে কোনও ধরনের প্রাণহানি বা চরম বিপর্যয় না হয়, সেদিকে কড়া নজর রেখেছে ওড়িশা সরকার। সেই সঙ্গে পুরী সৈকত ফাঁকা করার নির্দেশ জারি করা হয়েছে ওড়িশা সরকারের তরফে। ওড়িশার (Odisha) যে সমস্ত উপকূলবর্তী জেলা রয়েছে, সেখানে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। ময়ূরভঞ্জ, কেওনঝড়, ভদ্রক এবং বালাসোরে বসবাসকারী মানুষদের সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: Cyclone Dana Live Tracker: প্রবল বেগে আসছে ঘূর্ণিঝড়, দেখুন কোথায়, কীভাবে আছড়ে পড়ছে ডানা
ঘূর্ণিঝড়ের প্রভাবে জল, বিদ্যুৎ, খাবারের যাতে কোনও ধরনের অভাবে না হয়, তার জন্য পদক্ষেপ করা হচ্ছে ওড়িশা সরকারের তরফে। বিপর্যয় মোকাবিলাকারীদের ১১টি দল মোতায়েন করা হয়েছে ওড়িশায়। পশ্চিমবঙ্গেও (West Bengal) পড়বে ডানার প্রভাব। ফলে বঙ্গে ১৪টি বিপর্যয় মেকাবিলাকারী দল মোতায়েন করা হয়েছে বলে খবর। সেই সঙ্গে সেনা, নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী দলের সদস্যরাও তৈরি। বিপর্যয়ের জেরে কোনও ধরনের প্রাণহানি রুখতে চরম পদক্ষেপ করা হচ্ছে।