Cyclone Biparjoy: ঘূর্ণিঝড় বিপর্যয় আসছে, কচ্ছতে দিনের আলোয় নামল রাতের অন্ধকার

Gujarat (Photo Credit: ANI)

দিনেই যেন ঘনিয়ে এল রাতের অন্ধকার। গুজরাটের কচ্ছ জেলার নালিয়ায় ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়ার আগে দিনের আলোতেই কার্যত রাতের অন্ধকার নেমে আসে। জানা যাচ্ছে, গুজরাটের মান্ডবী এবং পাকিস্তানের করাচির মধ্যে ধূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

 

বিপর্যয় আছড়ে পড়ার আগে গুজরাটের গান্ধীধামে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একাধিক ট্রেন...