Cyclone Biparjoy: লাল সতর্কতা গুজরাটে, ঘূর্ণিঝড় বিপর্যয় নিয়ে আশঙ্কার মেঘ, সরানো হল ৩৭,৮০০ জনকে

গুজরাটের মান্ডবী, জাখাউ এবং পাকিস্তানের করাচি বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। বিপর্যয় আছড়ে পড়লে ঘণ্টায় তার গতিবেগ ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করা হয় মৌসম ভবনের তরফে।

Gujarat Mundra Port (Photo Credit: Twitter)

মুম্বই, ১৪ জুন: বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জুন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়। গুজরাটের কচ্ছ, সৌরাষ্ট্র এবং দ্বারকা তছনছ করতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। ফলে গুজরাটের এই উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে চরম সতর্কতা। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, বুধবার থেকেই অতি ভারী বৃষ্টি শুরু হবে গুজরাটে। যার মধ্যে সৌরাষ্ট্র, কচ্ছ এবং দ্বারকায় বিপুল ক্ষতি হতে পারে। গুজরাটের মান্ডবী, জাখাউ এবং পাকিস্তানের করাচি বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। বিপর্যয় আছড়ে পড়লে ঘণ্টায় তার গতিবেগ ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করা হয় মৌসম ভবনের তরফে।

আরও পড়ুন:  Cyclone Biparjoy: বিপর্যয় আছড়ে পড়ার আগেই কচ্ছের মান্ডবীতে ঝড়ের দাপট বাড়ছে, উত্তাল সমুদ্র, দেখুন

রিপোর্টে প্রকাশ, বুধবার গুজরাটের দ্বারকা এবং পোরবন্দর অতিক্রম করবে ঘূর্ণিঝড় বিপর্যয়। ফলে ইতিমধ্যে উপকূলবর্তী এলাকা থেকে ৩৭,৮০০ মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে সরকারের তরফে জানানো হয়।