Cyclone Biparjoy: ধেয়ে আসছে বিপর্যয়, ৮ রাজ্যে সতর্কতা; উত্তাল সমুদ্রের চোখ রাঙানি
গুজরাটের পাশাপাশি রাজস্থানের বেশ কিছু অংশে জোরদার বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। যোধপুর, উদয়পুর-সহ রাজস্থানের বেশ কিছু অংশ ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড় বইতে শুরু করেছে বলে খবর।
মুম্বই, ১৪ জুন: ১৫ জুন গুজরাটের জাখাউতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। ১৫ জুন গুজরাটের জাখাউতে ঘূর্ণিঝড় আছড়ে পড়লে, তার প্রভাব ৮টি রাজ্যে পড়তে পারে। ফলে গুজরাট, মহারাষ্ট্রের পাশাপাশি কর্ণাটক, গোয়া, লক্ষদ্বীপ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং কেরলকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি গুজরাটের উপকূলবর্তী এলাকা থেকে এখনও পর্যন্ত ৩০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। গুজরাটে মোতায়েন করা হয়েছে ১ ৭টি বিপর্যয় মোকাবিলাকারী দল। মৎস্যজীবীরা যাতে কোনওভাবে ১৬ জুন পর্যন্ত সমুদ্রে না যান, সে বষয়ে জারি করা হয়েছে কড়া সতর্কতা। সমুদ্র ফুঁসতে শুরু করেছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে। ফলে সমুদ্রের আশপাশেও যাতে কেউ না যান, সে বিষয়ে গুজরাট প্রশাসনের তরফে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। জানা যাচ্ছে, গুজরাটের দ্বারকায় ৩০০ আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে।
গুজরাটের পাশাপাশি রাজস্থানের বেশ কিছু অংশে জোরদার বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। যোধপুর, উদয়পুর-সহ রাজস্থানের বেশ কিছু অংশ ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড় বইতে শুরু করেছে বলে খবর।
মুম্বইতেও সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। ফলে সমুদ্রের কাছাকাছি যাতে কেউ না যান, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।