Ashish Yechury dies of Covid-19: করোনা কাড়ল প্রাণ, প্রয়াত সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির ছেলে আশিস

কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির বড়ছেলে আশিস ইয়েচুরি (AshishYechury)। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। কোভিডে আক্রান্ত হওয়ার পর গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সীতারাম ইয়েচুরি(Photo Credits: Facebook)

গুরুগ্রাম, ২২ এপ্রিল: কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির বড়ছেলে আশিস ইয়েচুরি (AshishYechury)। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। কোভিডে আক্রান্ত হওয়ার পর গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ছেলের মৃত্যুর খবর টুইটারে জানিয়েছেন সিপিআইএম নেতা। তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বড়ছেলে আশিস ইয়েচুরির মৃত্যু হয়েছে। কোভিড কেড়ে নিয়েছে তাঁকে। আমি তাঁদের ধন্যবাদ দিতে চাই যাঁরা আমাদের এতদিন ধরে আশা ভরসা জুগিয়েছেন। যাঁরা তাঁর চিকিৎসা করেছেন সেইসব চিকিৎসকদের ধন্যবাদ। ডাক্তার, নার্স, ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী, স্যানিটেশন কর্মী। সবাইকে আমার ধন্যবাদ। এই তালিকায় রয়েছে অসংখ্যা মানুষ যারা সবসময় আমাদের পাশে ছিল।” আরও পড়ুন-Adhir Ranjan Chowdhury : করোনায় আক্রান্ত অধীর চৌধুরী

আগামী ৯ জুন ৩৫ বছরে পড়তেন আশিস। তার আগেই ঝরে গেল তাজা প্রাণ। গত ২ সপ্তাহ ধরে মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আশিসের মৃত্যু হয়।