COVID 19: বিদেশ থেকে ভারতে এলে কী করতে হবে যাত্রীদের, প্রকাশ কেন্দ্রের নয়া গাইডলাইন
দিল্লি, ১০ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে এবার নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে নতুন এই গাইডলাইন কার্যকর করা হবে দেশের প্রত্যেকটি বিমানবন্দরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, এবার বিদেশ থেকে এলে আর কাউকে বিপজ্জনক দেশের যাত্রী হিসেবে তালিকাভুক্ত করা হবে না। অর্থাৎ করোনার প্রকোপ কিছুটা কমতেই বিপজ্জনক দেশের তালিকায় যাদের নাম ছিল, তা সরানো হল। তবে বিদেশ থেকে এলে ৭ দিনের নিভৃতবাস এবং ১৪ দিন ঘরে থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে।
ওমিক্রনের বাড়বাড়ন্ত শুরু হতেই কেন্দ্রের তরফে একটি নতুন গাইডলাইন প্রকাশ করা হয়। যেখানে ব্রিটেন (Britain), চিন (China) , ইজরায়েল, হংকং, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশকে বিপজ্জনক দেশের তালিকাভুক্ত করা হয়। কেন্দ্রের ওই সিদ্ধান্তের পর শোরগোল শুরু হয়।
আরও পড়ুন: Deepika Padukone: বিয়ের ৩ বছর কাটতে না কাটতেই রণবীর সম্পর্কে মুখ খুললেন দীপিকা, কী হল নায়িকার
তবে ওমিক্রনের (Omicron) প্রকোপ কমতেই এবার ফের নয়া গাইডলাইন প্রকাশ করা হল কেন্দ্রের তরফে।