COVID 19 : জার্মানি থেকে আসছে অক্সিজেন প্ল্য়ান্ট, করোনা থেকে রক্ষা করতে বদ্ধপরিকর সরকার

অক্সিজেন প্ল্যান্ট

দিল্লি, ২৪ এপ্রিল : অক্সিজেনের (Oxygen) ঘাটতি মেটাতে এবার জার্মানি থেকে ট্যাঙ্কার উড়িয়ে নিয়ে আসছে বায়ু সেনা (Indian Air Force)। জার্মানি থেকে ২৩টি মোবাইল অক্সিজেন জেনারেটিং প্ল্যান্ট নিয়ে এসে রাজ্যেগুলির ঘাটতি মেটানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

জানা যাচ্ছে, এক একটি মোবাইল অক্সিজেন জেনারেটিং প্ল্যান্টে ৪০ লিটার করে অক্সিজেন থাকবে। কোভিড রোগীদের রক্ষা করতেই ওই মোবাইল অক্সিজেন জেনারেটিং প্ল্যান্টগুলি বসানো হবে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এ ভারত ভূষণ বাবু জানান ওই তথ্য।

আরও পড়ুন : COVID 19 : মিটবে অক্সিজেনের ঘাটতি, কোভিড রোগীদের প্রাণ ফেরাতে ট্যাঙ্কার উড়িয়ে নিয়ে যাবে বায়ুসেনা

আগামী এক সপ্তাহের মধ্যে জর্মানি থেকে ওই মোবাইল অক্সিজেন প্ল্যান্টগুলিকে এ দেশে উড়িয়ে নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। সবকিছু মিলিয়ে মহামারী (Pandemic) কাটিয়ে দেশের মানুষকে সুস্থ করে তুলতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।