COVID 19: ওমিক্রনের নয়া প্রজাতি BA.4 হানা দিল হায়দরাবাদে, দক্ষিণের রাজ্য নিয়ে ফের আতঙ্ক

দক্ষিণ আফ্রিকায় ধরা ধরা পড়েছে ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট বিএ.৫। যা দক্ষিণ আফ্রিকা জুড়ে নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে।

COVID 19 Hospital (Photo Credit: File Photo)

হায়দরাবাদ, ১৯ মে:  এবার ধরা পড়ল ওমিক্রনের (Omicron) সাবভ্যারিয়েন্ট। হায়দরাবাদে (Hyderabad) এক ব্যক্তির শরীরে প্রথম ধরা পড়ল ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট বিএ.৪। যা নিয়ে ফের দক্ষিণের রাজ্যে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। INSACOG-এর তরফে বৃহস্পতিবার ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের খবর প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকায় ধরা ধরা পড়েছে ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট বিএ.৫। যা দক্ষিণ আফ্রিকা জুড়ে নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। আমেরিকা এবং ইউরোপেও ধরা পড়েছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএ.৫-এর সংক্রমণ।

এদিকে উত্তর কোরিয়ায় নতুন করে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে। উত্তর কোরিয়ায় প্রায় ২ মিলিয়ন মানুষ কোভিডে আক্রান্ত বলে সে দেশের স্বাস্থ্য দফতরের তরফে খবর প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন:  COVID 19 In North Korea: কিমের দেশে হু হু করে বাড়ছে করোনা, আক্রান্ত প্রায় ২ মিলিয়ন মানুষ

গত সপ্তাহ থেকে উত্তর কোরিয়ায় ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিমের দেশে বেশিরভাগ মানুষের টিকাকরণ হয়নি। যার জেরেই করোনার এই বাড়বাড়ন্ত বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।