COVID 19 In India: কেরলে বাড়ছে করোনা, মাস্ক পরে বাইরে বেরনোর নির্দেশ কর্ণাটকে

কেরলে কোভিড ১৯-এ ৪ জনের মৃত্যুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রক কড়া নজরদারি শুরু করেছে কর্ণাটক জুড়ে। ৬০ বছরের বেশি বয়স হলেই, তাঁদের মাস্ক পরে বাইরে বেরনো বাধ্যতামূলক বলে জানানো হয় কর্ণাটক সরকারের তরফে।

COVID 19 (Photo Credit: File Photo)

বেঙ্গালুরু, ১৮ ডিসেম্বর: ফের থাবা বসাল কোভিড ১৯ (COVID 19)। কোভিডের থাবায় রবিবার কেরলে (Kerala) পরপর ৪ জনের মৃত্যু হলে, আতঙ্ক ছড়ায়। ফলে এবার থেকে ফের মাস্ক পরতে হবে বলে নির্দেশিকা জারি করে কর্ণাটক (Karnataka) সরকার। বিশেষ করে বয়স্কদের। যে সমস্ত বয়স্ক মানুষের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক বলে জানানো হয় কর্ণাটকের স্বাস্থ্য মন্ত্রকের তরফে। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুণ্ডু জানান, এবার থেকে গোটা রাজ্যের বয়স্কদের মাস্ক পরে তবেই বাড়ির বাইরে বের হতে হবে। কেরলে কোভিড ১৯-এ ৪ জনের মৃত্যুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রক কড়া নজরদারি শুরু করেছে কর্ণাটক জুড়ে। ৬০ বছরের বেশি বয়স হলেই, তাঁদের মাস্ক পরে বাইরে বেরনো বাধ্যতামূলক বলে জানানো হয় কর্ণাটক সরকারের তরফে।

আরও পড়ুন: COVID 19 In India: শীতের মরশুমে ফের কোভিডের হানা, করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু ৫ জনের

কর্ণাটকের সমস্ত হাসপাতালকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতেই এই নির্দেশ। মেঙ্গালুরু, কোডাগুর মত অঞ্চলে কড়া সতর্কতা জারি করা হয়েছে। যে অঞ্চলগুলির কেরলের সঙ্গে সীমান্ত  রয়েছে,সেখানে আরও নজরদারি শুরু হয়েছে বলে খবর। পাশাপাশি যাঁদের শ্বাসকষ্ট রয়েছে, তাঁদের বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে সিদ্দারাইমায়া সরকারের তরফে।