COVID 19 In Delhi: করোনা বাড়ছে দিল্লিতে, স্কুল নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেজরিওয়াল সরকার

শনিবার সকালে ৫৩ জন করোনায় আক্রান্ত হন রাজধানী শহরে। যার মধ্য়ে ১৪ জন শিশু। ১৪ জনকেই হাসপাতালে ভর্তির পর জানা যায়, তারা কোমর্বিড। গত কয়েকদিনে দিল্লিতে ফের নতুন করে দাপট দেখাচ্ছে করোনা।

Corona (Photo Credit: File Photo)

দিল্লি, ১৬ এপ্রিল:  দিল্লিতে (Delhi) ফের নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে করোনা (Corona)। দিল্লিতে নতুন করে করোনা সংক্রমণ ছড়ালেও আতঙ্কের কিছু নেই। এমনই জানালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া। তিনি বলেন, এই মুহূর্তে শঙ্কিত হওয়ার কিছু নেই। দিল্লির অবস্থার দিকে তাঁরা নজর রেখেছেন। কোনও স্কুলে করোনা সংক্রমণের খবর মিললে, সেখানে নির্দিষ্ট নিয়মাবলী জারি করা হবে। য়ে ক্লাসে সংক্রমণ  ধরা পড়বে, তখন সেই ক্লাস বন্ধ রাখার হবে। সংক্রমণ রুখে স্কুলগুলিতে (School) পঠনপাঠন জারি রাখতে এমনই পদক্ষেপ দিল্লি সরকারের তরফে করা হচ্ছে বলে আশ্বাস দেন মণীশ শিশোদিয়া।

এদিকে শনিবার সকালে ৫৩ জন করোনায় (COVID 19) আক্রান্ত হন রাজধানী শহরে। যার মধ্য়ে ১৪ জন শিশু। ১৪ জনকেই হাসপাতালে ভর্তির পর জানা যায়, তারা কোমর্বিড। গত কয়েকদিনে দিল্লিতে ফের নতুন করে দাপট দেখাচ্ছে করোনা। ফলে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।

আরও পড়ুন:  Covid 19 In Delhi: দিল্লিতে হু হু করে বাড়ছে করোনা, কোভিড সংক্রমিত ১৪ শিশু ভর্তি হাসপাতালে

শনিবারের ওই ঘটনার পরই দিল্লিতে কোভিড সংক্রমণ নিয়ে মুখ খুললেন উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া।