Narendra Modi Pens Post On LinkedIn: জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও সীমান্ত দেখে না করোনাভাইরাস: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
চলমান করোনাভাইরাস (COVID-19) সঙ্কট নিয়ে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট LinkedIn-এ একটি পোস্ট লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মহামারীকে একটি চ্যালেঞ্জ হিসাবে অভিহিত করে মোদি জাতীয় ও বিশ্ব ঐক্যের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, "জতি, ধর্ম, বর্ণ, রং, ভাষ বা সীমান্ত দেখে আঘাত হানে না। করোনার বিরুদ্ধে আমাদর লড়াই তাই এ সবের ঊর্ধ্বে উঠে সৌভ্রার্তৃত্ব ও ঐক্যের।"
নতুন দিল্লি, ১৯ এপ্রিল: চলমান করোনাভাইরাস (COVID-19) সঙ্কট নিয়ে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট LinkedIn-এ একটি পোস্ট লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মহামারীকে একটি চ্যালেঞ্জ হিসাবে অভিহিত করে মোদি জাতীয় ও বিশ্ব ঐক্যের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, "জতি, ধর্ম, বর্ণ, রং, ভাষ বা সীমান্ত দেখে আঘাত হানে না। করোনার বিরুদ্ধে আমাদর লড়াই তাই এ সবের ঊর্ধ্বে উঠে সৌভ্রার্তৃত্ব ও ঐক্যের।"
করোনার বিরুদ্ধে মিলিত শক্তি দিয়ে লড়ার করার বার্তাও দেন প্রধানমন্ত্রীর। তাবলিঘি জামাত নিয়ে দেশজুড়ে অসন্তোষ বাড়ছে। এই আবহে প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে শুধু ঐক্যের বার্তা নয়, সংক্রমণের জেরে ধস্ত বাজারে কর্মসংস্থানের দিকেও আলোকপাত করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মুখে আরও একবার ডিজিটাল ইন্ডিয়ার ধ্বনি শোনা গেল এদিন। প্রধানমন্ত্রী লেখেন, 'COVID-19-এর সঙ্গে লড়াই চালাচ্ছে বিশ্ব। ভারতের এনার্জিতে ভরপুর ও সৃজনশীল যুব সম্প্রদায় দেখিয়ে দিতে পারে ভবিষ্যতের পথ। স্বাস্থ্যকর ও উন্নতিপূর্ণ ভবিষ্যত্ নিশ্চিত করতে পথ দেখাতে পারে তারা। লিংকডইনে কয়েকটি ভাবনা শেয়ার করে নিচ্ছি, যেটা তরুণ প্রজন্ম ও পেশাদারদের ভালো লাগবে।" আরও পড়ুন: Coronavirus In India: ভারতে করোনা আক্রান্তের ১৬ হাজার ছাড়াল, মৃত বেড়ে ৫১৯
প্রধানমন্ত্রী লেখেন, "পেশাদারী জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে করোনাভাইরাস। আজ কালকার দিনে বাড়িই নতুন অফিস। নয়া বৈঠকের ঘর হল ইন্টারনেট। কিছুদিনের জন্য অফিসের সহকর্মীরা ইতিহাস...এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিচ্ছি। বেশিরভাগ বৈঠকই, তা সে সহকর্মী মন্ত্রী, আধিকারিক, বিশ্বনেতা - যার সঙ্গেই হোক হচ্ছে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকেও তাই হয়েছে।" প্রধানমন্ত্রী লেখেন, "ভারতবর্ষ ভার্চুয়াল ও বাস্তবের আদর্শ মিশেলে তৈরি এক আদর্শ ক্ষেত্র যা এখন গোটা পৃথবীর বহুজাতিক সরবরাহ ক্ষেত্রের আদর্শ প্রাণকেন্দ্র হয়ে উঠতে পারে।"