COVID 19 In Delhi: বুধবার আক্রান্ত ১০ হাজার, দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ থাবা বসাল, বললেন মন্ত্রী

দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ থাবা বসাতে শুরু করেছে। এমনই মন্তব্য করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়েছে জোরদার। প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দিল্লিকে কার্যত 'মৃত্যুপুরীর' সঙ্গে তুলনা করা হয়। সেখান থেকে উঠে আসতে শুরু করে ভয়াবহ ছবি।

Coronavirus Spreads (Photo Credit: File Photo)

দিল্লি, ৫ জানুয়ারি: বুধবার দিল্লিতে (Delhi) নতুন করে করোনায় আক্রান্ত ১০ হাজার। যা একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে। দিল্লিতে করোনার (Corona Third Wave) তৃতীয় ঢেউ থাবা বসাতে শুরু করেছে। এমনই মন্তব্য করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain)।

এদিকে দিল্লিতে এবার যতজন করোনায় আক্রান্ত হচ্ছেন, তারমধ্যে ৮৪ শতাংশের শরীরে থাবা বসাচ্ছে ওমিক্রন (Omicron)। করোনার নয়া ভ্যারিয়েন্ট ভারতে থাবা বসানোর পর সম্প্রতি এমনই জানান দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। পাশাপাশি রাজধানী শহরে ওমিক্রন আগুনের মতো হু হু করে ছড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। শুধু তাই নয়, দিল্লির সামগ্রিক পরিস্থিতির উপর বিশেষজ্ঞরা নজর রাখছেন বলেও জানান সত্যেন্দ্র জৈন।

আরও পড়ুন: Coronavirus: ভয়াবহ করোনা সংক্রমণ, আমেরিকায় একদিনে আক্রান্ত ১০ লক্ষের বেশি মানুষ

এদিকে মঙ্গলবার করোনায় আক্রান্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। মৃদু উপসর্গ থাকায়, বাড়িতে কেজরি নিভৃতবাসে রয়েছেন বলে ট্যুইট করে জানান।