COVID-19 Death on Duty Must be Treated as 'Martyrdom': করোনাভাইরাসে আক্রান্ত জওয়ানের মৃত্যু হলে দিতে হবে শহীদের 'সম্মান'

কোভিড-১৯-এ (Covid-19) আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন জওয়ানরা দেশের বিভিন্ন প্রান্তে। তাদের সকলকে দেওয়া হোক শহীদের সম্মান। গত সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জওয়ান হরি সিংয়ের। কর্মরত অবস্থাতেই আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। আর তারপরেই মৃত্যু!

প্রতীকী ছবি(Photo Credit: PTI)

জয়পুর, ১৭ নভেম্বর: কোভিড-১৯-এ (Covid-19) আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন জওয়ানরা দেশের বিভিন্ন প্রান্তে। তাদের সকলকে দেওয়া হোক শহীদের সম্মান। গত সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জওয়ান হরি সিংয়ের। কর্মরত অবস্থাতেই আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। আর তারপরেই মৃত্যু! পড়ুন: Leopard Attack in Maharashtra: চাষের জমিতে মর্মান্তিক মৃত্যু! লেপার্ডের হানায় থেঁতলে গেল বাবা-ছেলের দেহ

৭ জাট রেজিমেন্টের বেরিলিতে পোস্টিং ছিলেন হরি সিং। গত মাসে কাজে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন তিনি। সরকারি হাসপাতালে কমবেশি একমাস চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় ওই জওয়ানের। রাজস্থানে ভরতপুরে জেলার অন্তর্ভুক্ত জানুথার গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। জওয়ানের মৃতদেহের সৎকার করতে নারাজ পরিবার। তাদের দাবি, উপযুক্ত সম্মান দিতে হবে জওয়ানকে এবং দিতে হবে ক্ষতিপূরণ।

অবশেষে স্থানীয় প্রশাসনের তৎপরতায় মৃতদেহ সৎকার করে পরিবার। যদিও ক্ষতিপূরণের দাবি থেকে এখনও সরেননি তারা।



@endif