Covaxin: সুখবর, ৬-১২ বছর বয়সীদের দেওয়া যাবে কোভ্যাক্সিন, ছাড়পত্র কেন্দ্রের
ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ৬ থেকে ১২ বছর বয়সীদের টিকাকরণের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে বলে কেন্দ্রীয় সরকারের তরফে ছাত্রপত্র দেওয়া হয়েছে। ফলে খুব শিগগিরই ৬ থেকে ১২ বছর বয়সীদের টিকা দেওয়ার কাজ শুরু হতে পারে বলে খবর।
দিল্লি, ২৬ এপ্রিল: এবার জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনা (Corona Vaccine) টিকা দেওয়ায় ছাত্রপত্র দিল কেন্দ্রীয় সরকার। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ৬ থেকে ১২ বছর বয়সীদের টিকাকরণের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে বলে কেন্দ্রীয় সরকারের তরফে ছাত্রপত্র দেওয়া হয়েছে। ফলে খুব শিগগিরই ৬ থেকে ১২ বছর বয়সীদের টিকা দেওয়ার কাজ শুরু হতে পারে বলে খবর।
করোনার (COVID 19) চতুর্থ ঢেউ কি থাবা বসাতে চলেছে ভারতে? দেশের বিভিন্ন জায়গায় সংক্রমণ বৃদ্ধি পাাওয়ায় এমন প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। এমনকী করোনা রুখতে ফের ভারতের বিভিন্ন রাজ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে জানানো হচ্ছে সংশ্লিষ্ট সরকারের তরফে।
আরও পড়ুন: COVID 19: আইআইটি মাদ্রাজে করোনার জোরাল থাবা, আক্রান্ত ১১১ জন পড়ুয়া, শোরগোল
প্রসঙ্গত সোমবার দিল্লিতে (Delhi) আক্রান্ত হন প্রায় ১ হাজার মানুষ। করোনার চতুর্থ ঢেউ যখন চোখ রাঙাচ্ছে, সেই সময় রাজধানী শহরের পরিস্থিতি নিয়ে চিন্তায় প্রশাসন।