Palghar Shocker: মর্মান্তিক! পালঘরে ট্রেনে কাটা পড়ে মৃত তিন মাসের শিশু-সহ দম্পতি

ভাসাই রোড রেলওয়ে পুলিশের আধিকারিকদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ মহারাষ্ট্রের মুম্বই থেকে ৬৫ কিলোমিটার থেকে দূরে অবস্থিত ভিরার রেলওয়ে স্টেশনের কাছে চলন্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তিন মাসের শিশু-সহ এক দম্পতির।

ফাইল ফটো (Photo Credits: PTI)

পালঘর: চলন্ত এক্সপ্রেস ট্রেনের (Express train) নিচে কাটা পড়ে (Run over) মৃত্যু হল তিন মাসের শিশু (baby)-সহ এক দম্পতির (couple)। বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) পালঘর জেলার (Palghar district) ভিরার রেলওয়ে স্টেশনের (Virar railway station) কাছে।

ভাসাই রোড রেলওয়ে পুলিশের (Vasai Road railway station) আধিকারিকদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ মহারাষ্ট্রের মুম্বই (Mumbai) থেকে ৬৫ কিলোমিটার থেকে দূরে অবস্থিত ভিরার রেলওয়ে স্টেশনের কাছে চলন্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তিন মাসের শিশু-সহ এক দম্পতির।

মৃতরা হলেন অজিত প্যাটেল (২৮), তাঁর স্ত্রী সীমা প্যাটেল (২৬) আর তাঁদের তিন মাসের পুত্রসন্তান আরিয়ান। তাঁদের মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিসের তরফে তদন্ত চালানো হচ্ছে ওই দম্পতি অত রাতে কী করে রেল লাইনে এলো তা জানার জন্য। আরও পড়ুন: Rahul Gandhi Disqualified As a Member of Lok Sabha: মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে রাহুলের সাংসদ পদ খারিজ, কে কী বললেন