Coronavirus Outbreak: বিশ্বব্যাপী অন্তত ৭৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত, দেখে নিন কোন দেশে কত মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত
বিশ্বব্যাপী অন্তত ৭৮ হাজার মানুষ করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা জানিয়েছে। চিনের (China) পর এ বার নোভেল করোনাভাইরাস আতঙ্ক ছড়াতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ায়। রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৩ জন। সবমিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫৫৬। ৯ হাজার বাসিন্দাকে রাতারাতি কোয়ারান্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিকে চিনের উহানে যে ক’জন ভারতীয় রয়ে গেছেন, তাঁদের ফেরাতে বায়ুসেনার বিশেষ বিমান যাওয়ার কথা ওই শহরে। চিনের নাগরিকদের জন্য কিছু চিকিৎসা সামগ্রীও নিয়ে যাওয়ার কথা। বিমানটি উড়ানের জন্য প্রস্তুত, কিন্তু যেতে পারছে না। কারণ চিন থেকে অনুমতি আসেনি। কেন্দ্রীয় সরকারের এক পদস্থ কর্তার বক্তব্য, বেজিং অনুমতি দিতে দেরি করছে। এক নজরে কোন দেশে কত মানুষ আক্রান্ত (সর্বশেষ পরিসংখ্যান):
নতুন দিল্লি, ২৩ ফেব্রুয়ারি: বিশ্বব্যাপী অন্তত ৭৮ হাজার মানুষ করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা জানিয়েছে। চিনের (China) পর এ বার নোভেল করোনাভাইরাস আতঙ্ক ছড়াতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ায়। রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৩ জন। সবমিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫৫৬। ৯ হাজার বাসিন্দাকে রাতারাতি কোয়ারান্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিকে চিনের উহানে যে ক’জন ভারতীয় রয়ে গেছেন, তাঁদের ফেরাতে বায়ুসেনার বিশেষ বিমান যাওয়ার কথা ওই শহরে। চিনের নাগরিকদের জন্য কিছু চিকিৎসা সামগ্রীও নিয়ে যাওয়ার কথা। বিমানটি উড়ানের জন্য প্রস্তুত, কিন্তু যেতে পারছে না। কারণ চিন থেকে অনুমতি আসেনি। কেন্দ্রীয় সরকারের এক পদস্থ কর্তার বক্তব্য, বেজিং অনুমতি দিতে দেরি করছে।
এক নজরে কোন দেশে কত মানুষ আক্রান্ত (সর্বশেষ পরিসংখ্যান):
- চিন (মূল ভূখণ্ড): মূলত হুবাই প্রদেশে মোট আক্রান্তর সংখ্যা ৭৬,২৮৮ জন। মৃতর সংখ্যা ২,৩৩৫ জন
- হংকং: আক্রান্তর সংখ্যা ৬৯, মৃতের সংখ্যা ২
- ম্যাকাও: আক্রান্তের সংখ্যা ১০
- জাপান: ৭৬৯ জন আক্রান্ত, ৩ জনের মৃত্যু
- দক্ষিণ কোরিয়া: আক্রান্ত ৫৫৬ জন, ২ জনের মৃত্যু
- সিঙ্গাপুর: আক্রান্তর সংখ্যা ৮৯
- ইতালি: আক্রান্ত সংখ্যা ৭৯, মৃত্যু ২ জনের
- অ্যামেরিকা: ৩৫ জন আক্রান্ত, চিনের ১ অ্যামেরিকান নাগরিকের মৃত্যু
- থাইল্যান্ড:আক্রান্তর সংখ্যা ৩৫
- ইরান: আক্রান্তর সংখ্যা ২৮, ৬ জনের মৃত্যু
- তাইওয়ান: আক্রান্তর সংখ্যা-২৬, মৃতের সংখ্যা-১
- অস্ট্রেলিয়া: আক্রান্তর সংখ্যা-২৩
- মালয়েশিয়া: আক্রান্তর সংখ্যা-২২
- ভিয়েতনাম: আক্রান্তর সংখ্যা-১৬
- জার্মানি: আক্রান্তর সংখ্যা-১৬
- ফ্রান্স: আক্রান্তর সংখ্যা-১২, মৃতের সংখ্যা-১
- সংযুক্ত আরব আমিরাশাহি: আক্রান্তর সংখ্যা-১১
- ইংল্যান্ড: আক্রান্তর সংখ্যা-
- কানাডা: আক্রান্তর সংখ্যা-৯
- ফিলিপিন্স: আক্রান্তর সংখ্যা-৩, মৃত-১
- ভারত: আক্রান্তর সংখ্যা-৩, মৃত-১
- রাশিয়া: আক্রান্তর সংখ্যা-৩
- স্পেন: আক্রান্তর সংখ্যা-২
- লেবানন: আক্রান্তর সংখ্যা-১
- ইস্রায়েল: আক্রান্তর সংখ্যা-১
- বেলজিয়াম: আক্রান্তর সংখ্যা-১
- নেপাল: আক্রান্তর সংখ্যা-১
- শ্রীলঙ্কা: আক্রান্তর সংখ্যা-১
- সুইডেন: আক্রান্তর সংখ্যা-১
- কম্বোডিয়া: আক্রান্তর সংখ্যা-১
- ফিনল্যান্ড: আক্রান্তর সংখ্যা-১
- মিশর: আক্রান্তর সংখ্যা-১