ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৮ মে: করোনা (COVID-19) রোগীদের তৎক্ষণাৎ চিকিৎসা পেতে যাতে বিলম্ব না হয় তার নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার (Central Government)। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালের আসা কোনও করোনা রোগীকে ফেরানো যাবে না। যদি কোনও রোগীর কাছে কোভিডের রিপোর্ট নাও থাকে, সেক্ষেত্রেও তাঁকে ভর্তি নিতে হবে হাসপাতালে।

সব হাসপাতালকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে উপসর্গ রোগীদের আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসার জন্য রাখতে হবে। এরপর সেই ধরণের ওয়ার্ডের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। শুধু তাই নয়। নির্দেশিকায় আরও বলা হয়েছে, এক শহরের রোগী অন্য শহরে গিয়ে ভর্তি হতে চাইলে তাদেরও ফেরানো যাবে না। প্রয়োজনে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে কোভিডের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে বলে রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হয়ে গেছে। আরও পড়ুন, দেশে ফের ৪ লক্ষ পেরোল দৈনিক সংক্ৰমণ, তামিলনাড়ুতে জারি লকডাউন

দেশজুড়ে করোনা পরিস্থিতি আজও ভয়ংকর। গত ২৪ ঘণ্টায় আবারও ৪ লক্ষ পেরিয়েছে দৈনিক সংক্ৰমণ (Coronavirus Cases in India)। করোনায় আক্রান্ত ৪,০১,০৭৮। মৃত ৪,১৮৭ জন। তামিলনাড়ুতে (Tamil Nadu) জারি ২ সপ্তাহের সম্পূর্ণ লকডাউন (Lockdown)। ১০ মে থেকে শুরু হবে লকডাউন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,১৮,৬০৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩৭,২৩,৪৪৬।


আপনি এটাও পছন্দ করতে পারেন

MERS Coronavirus: সৌদি আরবে ছড়াচ্ছে মার্স করোনা ভাইরাস! আক্রান্ত ৪, উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

COVID-19 Affects Sperm Quality: কোভিড সংক্রমণ কি নষ্ট করে দিচ্ছে বীর্যের শুক্রাণু? প্রশ্নের মুখে প্রজনন ক্ষমতা, জেনে নিন কী বলছেন গবেষকরা

COVID 19 In India: শীতের মরশুমে ফের কোভিডের হানা, করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু ৫ জনের

China Pneumonia: চিনে অজানা নিউমোনিয়া আরও ভয়াবহ হয়ে মহামারীর আশঙ্কা! রিপোর্ট চাইল হু

Disease X Could Be Deadlier Than COVID 19: কোভিডের তুলনায় আরও ভয়ানক X, যা প্রাণ কাড়তে পারে বহু মানুষের, সতর্ক WHO

COVID-19: অতিমারির সময় বিশ্বের প্রায় অর্ধেক মোবাইল ফোন কোভিড-১৯ ভাইরাস বহন করেছিল, জানাচ্ছে নতুন গবেষণা রিপোর্ট

COVID 19: কোভিড বুস্টারে এবার ভালর চেয়ে খারাপের সম্ভাবনা বেশি, দাবি AIIMS-এর চিকিৎসকের

COVID 19: এক ধাক্কায় কোভিড বাড়ল অনেকটাই, ২৪ ঘণ্টায় দেশ জুড়ে আক্রান্ত ১০,১৫৮ জন