Rahul Gandhi Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রার ১০০ দিন পূর্ণ, সাধারণের সমর্থন পেয়ে গতিতেই এগোচ্ছেন রাহুল গান্ধী

কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'-র একশো দিন পূর্ণ হল। আজ, শুক্রবার রাজস্থানের দাউসায় কংগ্রেসের শীর্ষ নেতা, সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় নেতা-কর্মীরা শততম দিন পূর্ণ করে এগিয়ে চলেছেন।

Priyanka Gandhi, Daughter Attends Rahul Gndhi's Bharat Jodo Yatra (Photo Credit: Screen Grab)

জয়পুর, ১৫ ডিসেম্বর: কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra)-র একশো দিন পূর্ণ হল। আজ, শুক্রবার রাজস্থানের দাউসায় কংগ্রেসের শীর্ষ নেতা, সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)-র নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় নেতা-কর্মীরা শততম দিন পূর্ণ করে এগিয়ে চলেছেন। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। ১৫০ দিন ধরে ৩৫৭০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেবে কংগ্রেসের এই ভারত জড়ো যাত্রা। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় পাড়ি দেওয়ার পর রাহুলদের যাত্রা এখন রাজস্থানে এগিয়ে চলেছে। এবার হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, পঞ্জাবের পর রাহুলের যাত্রা ঢুকে পড়ার কথা পূর্ব ভারতে।

ইতিমধ্যেই ভারত জড়ো যাত্রা দেশের প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। প্রতিদিন প্রায় ২৩ কিলোমিটার এগিয়ে চলেছে এই যাত্রা। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতা-কর্মীরা এই পদযাত্রায় সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, দেখছেন দেশের পরিস্থিতি। আরও পড়ন- 'যা-ই হোক না কেন, পজিটিভ থাকতে হবে', 'পাঠান' বিতর্কের মাঝে KIFF-এ হাজির হয়ে মন্তব্য শাহরুখের

দেখুন ভিডিয়ো

বিজেপি-র বিভেদ নীতির বিরুদ্ধে দেশের মানুষকে এক করার লক্ষ্যে এই ভারত যাত্রা বলে রাহুল গান্ধী জানিয়েছিলেন।