Jairam Ramesh On Narendra Modi: 'চব্বিশে পরাজিত হলে বিজেপির বিরুদ্ধে ইডি, সিবিআই ব্যবহার করব আমরা', মোদী, শাহকে কটাক্ষ কংগ্রেসের

কংগ্রেস নেতা বলেন, হেমন্ত সোরেনকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা রাজনৈতিক প্রতিশোধস্পৃহা থেকে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেনস্থা এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে হেমন্তের গ্রেফতারি বলে অভিযোগ করেন রমেশ।

Jairam Ramesh, Narendra Modi, Amit Shah (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১ ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী (সদ্য প্রাক্তন) হেমন্ত সোরেনের (Hemant Soren) গ্রেফতারির পর বিষয়টি নিয়ে সরব হন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ ( Jairam Ramesh )। কংগ্রেস নেতা বলেন, হেমন্ত সোরেনকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা রাজনৈতিক প্রতিশোধস্পৃহা থেকে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেনস্থা এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে হেমন্তের গ্রেফতারি বলে অভিযোগ করেন রমেশ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দুই ভাই, ইডি এবং সিবিআই। এ কথা এর আগে বহুবার বলেছেন, আর এখনও বলছেন। বিরোধীদের সমস্যায় ফেলতেই এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো হচ্ছে বলে ক্ষোভ উগরে দেন জয়রাম রমেশ।

দেখুন ট্য়ুইট...

 

পাশাপাশি তিনি আরও বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে যখন বিজেপি পরাজিত হবে, তখন ইডি, সিবিআই তাদের বিরুদ্ধে কাজে লাগানো হবে বলেও কার্যত সুর চড়ান জয়রাম রমেশ।

আরও পড়ুন: Hemant Soren: 'ভয় পাই না, গরীব, আদিবাসী মানুষের জন্য লড়াই চলবে', গ্রেফতারির আগে ভিডিয়ো বার্তা হেমন্ত সোরেনের

বুধবার প্রায় গোটা দিন ধরে জিজ্ঞাসাবাদের পর জেএমএম নেতা হেমন্ত সোরেনকে গ্রফতার করা হয়। যা নিয়ে গোটা দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে  যায়।