'Happy Birthday, PM Narendra Modi': ৭০-তম জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi') ৭০-তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক টুইট বার্তায় রাহুল লেখেন, “শুভ জন্মদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি।” বর্তমানে বিরোধী দলের নেতা হিসেবে বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আক্রমণ শানানো রাহুল গান্ধীর অন্যতম একটি লক্ষ্য। লকডাউন করে দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করে দেওয়া থেকে শুরু করে ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে দায়সারা গোছের বিবৃতি। সবেতেই নরেন্দ্র মোদিকেই নিশানা করে থাকেন রাহুল। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০-তম জন্মদিন উপলক্ষে বিজেপির নেতা কর্মী সমর্থকরা দেশজুড়ে বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ কর্ম করছে।

রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদি (Photo Credits: Facebook/IANS)

নতুন দিল্লি, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi') ৭০-তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক টুইট বার্তায় রাহুল লেখেন, “শুভ জন্মদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি।” বর্তমানে বিরোধী দলের নেতা হিসেবে বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আক্রমণ শানানো রাহুল গান্ধীর অন্যতম একটি লক্ষ্য। লকডাউন করে দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করে দেওয়া থেকে শুরু করে ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে দায়সারা গোছের বিবৃতি। সবেতেই নরেন্দ্র মোদিকেই নিশানা করে থাকেন রাহুল। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০-তম জন্মদিন উপলক্ষে বিজেপির নেতা কর্মী সমর্থকরা দেশজুড়ে বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ কর্ম করছে। এই উদ্যোগকে ‘সেবা সপ্তাহ’ নাম দেওয়া হয়েছে। আরও পড়ুন-Mahalaya Amavas 2020: মহালয়ার পুণ্যলগ্নে শিকেয় সামাজিক দূরত্ব বিধি, জনাকীর্ণ গঙ্গায় চলছে পিতৃ তর্পণ

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা রাহুল গান্ধীর

উত্তরপ্রদেশে এই ‘সেবা সপ্তাহে’র সূচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা। সুরাট শঙরে ৭০ হাজার গাছ লাগানো হয়েছে। কারণ প্রধানমন্ত্রী চান জন্মদিনটি ভাল কাজে লাগুক। মানুষের উপকারে আসা য়ায় এমন কিছুই এদিন করা উচিত। তাই সুরাটের সাধারণ মানুষ, ব্যবসায়ী সমিতির উদ্যোগে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত গোটা শহরে ৭০ হাজার গাছ লাগানো হয়েছে। এই সবুজায়ন শুধু দূষণ কমাবে তাই নয়, পরবর্তী প্রজন্মের জন্য এক অক্সিজেন সমৃদ্ধ পরিবেশ গড়তে বিরাট ভূমিকা নেবে। একইভাবে কোয়েম্বাটোরের বিজেপি কর্মীরা ৭০ লক্ষ ওজনের একটি লাড্ডু সেখানকার শিবমন্দিরে নৈবেদ্য হিসেবে দিয়েছে। আজ সেকানে দলীয় কর্মী সমর্থকরা শোভাযাত্রা করবে। তারপর মন্দিরের বাইরে শোভাযাত্রা শেষ হলে প্রধানমন্ত্রীর নামে পুজো দেওয়া হবে। পুজোর পর প্রসাদ হিসেবে ওই লাড্ডু জনগণের মধ্যে বিতরণ করা হবে। গত এক সপ্তাহ ধরে নরেন্দ্র মোদির ৭০-তম জন্মদিন উলক্ষে সেখানকার বিজেপির কর্মী সমর্থকরা দুঃস্থ পরিবারগুলিকে রেশন সরবরাহ করছে। রক্তদান শিবিরের আোজন হয়েছে. এমনকী, বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থাও করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিজেপির এই ‘সেবা সপ্তাহ’ চলবে।