Priyanka Gandhi Attack PM Modi: গোয়ালিয়রের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদিকে তীব্র আক্রমণ, ভিডিয়োতে শুনুন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য

শুক্রবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রের জন আক্রোশ সভায় অংশ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

Photo Credits: ANI

গোয়ালিয়র: শুক্রবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রের (Gwalior) জন আক্রোশ সভায় (Jan Akrosh rally) অংশ নিয়ে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Congress general secretary Priyanka Gandhi Vadra)। পাশাপাশি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Madhya Pradesh CM Shivraj Singh Chouhan) ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও (Civil Aviation Minister Jyotiraditya Scindia)।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, "আজকের রাজনীতি দোষারোপ (accusation) ও অভিযোগের (allegations) মধ্য়ে দিয়ে চলছে। এর ফলে বাস্তব বিষয় ও মানুষের সমস্যাগুলি পিছন দিকে চলে গেছে। আসলে অন্যদের সমালোচনা করা খুবই সোজা। রাজনৈতিক সংস্কৃতির মান উন্নত করা প্রধানমন্ত্রীর কর্তব্য। কিন্তু, বিরোধীদের বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি সবাইকে চোর বলে সম্বোধন করছেন। আমি মনে করলে এখানে দাঁড়িয়ে বিজেপি ও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ব্যর্থ নীতি ও শাসনের বিষয়ে অনেক কথা বলতে পারি। এমনকী কথা বলতে পারি কীভাবে আচমকা অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার আদর্শ পালটে গেল তা নিয়েও। কিন্তু, সেই সমস্ত বিষয়ে আলোচনা না করে আমি মানুষের সমস্যা ও তার সমাধান নিয়ে কথা বলব। আর বর্তমানে সবথেকে বড় সমস্যা হল মূল্যবৃদ্ধি।"

দেখুন ভিডিয়ো:

মণিপুরের হিংসা প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগে তিনি আরও বলেন, "দু-মাস ধরে মণিপুর (Manipur) জ্বলছে, সেখানকার প্রচুর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। মহিলাদের উপর অত্যাচার হয়েছে, শিশুদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া হয়েছে। আর প্রধানমন্ত্রী মোদি ৭৭ দিন ধরে এই বিষয়ে কোনও বিবৃতিও দেয়নি। নৃশংস একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে গতকালই প্রথম এই বিষয়ে মুখ খোলেন তিনি। আর তাঁর বিবৃতিতেও তিনি রাজনীতি মিশিয়েছেন। এমনকী নিজের বক্তব্যের মধ্যে বিরোধীদের দখলে থাকা রাজ্যগুলির কথাও উল্লেখ করেছেন তিনি।" আরও পড়ুন: Modi Surname Case: মোদি পদবি মামলায় রাহুল গান্ধীর শাস্তির নির্দেশে স্থগিতাদেশের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

দেখুন ভিডিয়ো:

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now