Gujarat Congress Councillor Infected: করোনার গ্রাসে গুজরাটের কংগ্রেস কাউন্সিলর, বিধায়ক, সেলফ কোয়ারেন্টাইনে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

মঙ্গলবার গান্ধীনগরের কংগ্রেস কাউন্সিলরের শরীরে মিলল মারণ রোগের জীবাণু। ওই কাউন্সিলরের (coronavirus) নাম বদরুদ্দিন শেখ। গুজরাটের কংগ্রেস বিধায়ক ইমরান খেদাওয়ালার শরীরে কোভিড-১৯ পজিটিভ মেলার পরের দিনই বদরুদ্দিন শেখের লালারস পরীক্ষা করা হয়। রিপোর্ট আসতেই জানা গেল, তাঁর শরীরেও ঢুকেছে করোনাভাইরাস। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন খেদাওয়ালা-সহ বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক। গান্ধীনগরের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেই হয় বৈঠক। তাঁর শরীরে মারণ রোগের জীবাণু মেলতেই তড়িঘড়ি খেদাওয়ালাকে এসভিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রী প্রদীপসি জাদেজার সঙ্গে খেদাওয়ালার সাক্ষাৎ হয়েছিল। তবে সূ্ত্র বলছে সামাজিক দূরত্ব মেনেই সেদিন বৈঠক হয়।

করোনাভাইরাস (Photo Credits: IANS)

গান্ধীনগর, ১৫ এপ্রিল: মঙ্গলবার গান্ধীনগরের কংগ্রেস কাউন্সিলরের শরীরে মিলল মারণ রোগের জীবাণু। ওই কাউন্সিলরের (coronavirus) নাম বদরুদ্দিন শেখ। গুজরাটের কংগ্রেস বিধায়ক ইমরান খেদাওয়ালার শরীরে কোভিড-১৯ পজিটিভ মেলার পরের দিনই বদরুদ্দিন শেখের লালারস পরীক্ষা করা হয়। রিপোর্ট আসতেই জানা গেল, তাঁর শরীরেও ঢুকেছে করোনাভাইরাস। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন খেদাওয়ালা-সহ বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক। গান্ধীনগরের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেই হয় বৈঠক। তাঁর শরীরে মারণ রোগের জীবাণু মেলতেই তড়িঘড়ি খেদাওয়ালাকে এসভিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রী প্রদীপসি জাদেজার সঙ্গে খেদাওয়ালার সাক্ষাৎ হয়েছিল। তবে সূ্ত্র বলছে সামাজিক দূরত্ব মেনেই সেদিন বৈঠক হয়।

বৈঠকের পরে আক্রান্ত কংগ্রেস বিধায়ক সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। কংগ্রেস বিধায়কের শরীরে করোনার জীবাণু মিলেছে, খবর প্রকাশ্যে আসতেই নিজে থেকে কোয়ারেন্টাইনে গিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাঁর লালারস পরীক্ষা হলেও তা নেগেটিভ মিলেছে। মুখ্যমন্ত্রীর সচিব অশ্বিনী কুমার জানান, বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অতুল প্যাটেল ও আরকে প্যাটেল বিজয় রূপানিকে দেখেছেন। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি। তবে নিরাপত্তার খাতিরে তাঁর বাসভবনে কোনও বহিরাগতকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আরও পড়ুন- Monsoon 2020: করোনা বিধ্বস্ত দেশে ১০০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা, জানালো কেন্দ্র

গুজরাটে এখনও পর্যন্ত ৬৫০ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। মারণ ভাইরাসের বলি হয়েছেন ২৮ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যাবেড়ে হয়েচে ৪ হাজার ৪৩৯ জন। বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৭৭। এখনও পর্যন্ত কোভিড-১৯ এর সঙ্গে যুদ্ধে জিতে ফিরেছেন ১৩০৬ জন।