Commercial LPG Price Cut: দাম কমল ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের, কলকাতায় নতুন দাম কত হল?
নতুন বছরের শুরুতেই খানিক স্বস্তি। তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial LPG Cylinder) দাম ১০২ টাকা ৫০ পয়সা কমিয়েছে। এই নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। আজ থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হবে ১ হাজার ৯৯৮ টাকা ৫০ পয়সা। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ২ হাজার ৭২ টাকা। মুম্বইতে বাণিজ্যিক গ্যাসের দাম হবে ১ হাজার ৯৪৮ টাকা ৫০ পয়সা। চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ২ হাজার ১৩২ টাকা।
নতুন দিল্লি, ১ জানুয়ারি: নতুন বছরের শুরুতেই খানিক স্বস্তি। তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial LPG Cylinder) দাম ১০২ টাকা ৫০ পয়সা কমিয়েছে। এই নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। আজ থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হবে ১ হাজার ৯৯৮ টাকা ৫০ পয়সা। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ২ হাজার ৭২ টাকা। মুম্বইতে বাণিজ্যিক গ্যাসের দাম হবে ১ হাজার ৯৪৮ টাকা ৫০ পয়সা। চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ২ হাজার ১৩২ টাকা।
সিলিন্ডারের দাম কমার ফলে রেস্তরাঁ, খাবারের দোকান এবং চা স্টল মালিকরা কিছুটা স্বস্তি পাবেন। গত মাসে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০০ টাকা বাড়ানো হয়েছিল। যার ফলে রেস্তরাঁ, হোটেলে খাবারের দাম বাড়ে। আরও পড়ুন: Coronavirus In Maharashtra: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ৩০ জন মন্ত্রী-বিধায়ক, কঠোর বিধিনিষেধ চাপাতে পারে রাজ্য সরকার
বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ডোমেস্টিক ১৪.২ কেজি, ৫ কেজি, ১০ কেজি কম্পোজিট বা ৫ কেজি কম্পোজিট গ্যাসের দাম কমেনি বা বাড়েনি।