Cocaine: কুরিয়ারে আসা থার্মোকলের বল থেকে উদ্ধার সাড়ে ২৬ কোটির কোকেন
ডিরেক্টরেট অফ রেভিনিউ সূত্রে পাওয়া একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে। যেখানে দেখা যাচ্ছে, একটি বাক্স থেকে ছোট ছোট একাধিক থার্মোকলের বল বের করছেন আধিকারিকরা। আর ওই বলগুলি দু-ফাঁক করতে দেখা মিলছে কোকেনের।
দিল্লি: বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরের (New Delhi Airport) নিউ কুরিয়ার টার্মিনালে (New Courier Terminal) কুরিয়ার হয়ে আসা থার্মোকলের তৈরি ছোট ছোট বলের (Thermocol balls) মধ্যে থেকে উদ্ধার হল ১৯২২ গ্রাম কোকেন। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue Intelligence)-এর দিল্লি জোনাল ইউনিটের (Delhi Zonal Unit) বাজেয়াপ্ত (seized) করা ওই নিষিদ্ধ মাদক কোকেনের (Cocaine) বর্তমান বাজারমূল্য ২৬ কোটি ৫০ লক্ষ টাকা।
ডিরেক্টরেট অফ রেভিনিউ সূত্রে পাওয়া একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে। যেখানে দেখা যাচ্ছে, একটি বাক্স থেকে ছোট ছোট একাধিক থার্মোকলের বল বের করছেন আধিকারিকরা। আর ওই বলগুলি দু-ফাঁক করতে দেখা মিলছে কোকেনের। আরও পড়ুন: IndiGo: আমেদাবাদে অবতরণের সময় রানওয়েতে ধাক্কা খেল ইন্ডিগোর বিমান!
দেখুন ভিডিয়ো: