Punjab: বিদ্যুৎ বিভ্রাট এড়াতে পর্যাপ্ত কয়লার যোগান দিক কেন্দ্র, আবেদন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর
বিদ্যুৎ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে পাঞ্জাবের মানুষের কাছে আবেদন জানানো হয়৷ প্রয়োজনের অতিরিক্ত আলো যেন না জ্বালানো হয়৷ প্রয়োজন না হলে এসি কিংবা কোনও ইলেকট্রনিক্স ডিভাইস যাতে চালানো না হয়, সে বিষয়েও আবেদন জানানো হয় পাঞ্জাব সরকারের তরফে৷
দিল্লি, ৯ অক্টোবর: পর্যাপ্ত কয়লার (Coal) যোগান না হলে, দিল্লির মতো পাঞ্জাবেও অন্ধকার নামতে পারে৷ ফলে পাঞ্জাবে যাতে কয়লার পর্যাপ্ত যোগানের ব্যবস্থা করা হয়, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী৷
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, পাঞ্জাবের (Punjab) জন্য শিগগিরই কয়লার যোগান বাড়াতে হবে৷ কয়লার পর্যাপ্ত যোগান না হলে সে রাজ্যের বেশ কিছু তাপবিদ্যুৎকেন্দ্র বসে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং ছান্নি (Charanjit Singh Channi)৷
পাশাপাশি বিদ্যুৎ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে পাঞ্জাবের মানুষের কাছে আবেদন জানানো হয়৷ প্রয়োজনের অতিরিক্ত আলো যেন না জ্বালানো হয়৷ প্রয়োজন না হলে এসি কিংবা কোনও ইলেকট্রনিক্স ডিভাইস যাতে চালানো না হয়, সে বিষয়েও আবেদন জানানো হয় পাঞ্জাব সরকারের তরফে৷
আরও পড়ুন: Delhi: অন্ধকারে ডুবতে পারে দিল্লি! ২ দিনের মধ্যে কয়লার যোগান না বাড়লে বিপর্যয়ের আশঙ্কা
এদিকে পাঞ্জাবের পাশাপাশি দিল্লি, ওড়িশা, তামিলনাড়ুও বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷
আগামী ২ দিনের মধ্যে কয়লার পর্যাপ্ত যোগান না হলে, বিদ্যুৎ কেন্দ্রগুলিতে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে৷ তার জেরেই অন্ধকারে ডুবতে পারে রাজধানী শহরের বেশ কিছু অংশ৷ দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ বিষয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ট্যুইট করেন৷ যেখানে তিনি জানান, বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে পারে দিল্লি৷ বর্তমান পরিস্থিতির উপর তিনি নিজে নজর রেখেছেন৷ রাজধানী শহরে যাতে বিদ্যুৎ বিভ্রাট না হয়, সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করার সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে বলে জানান কেররিওয়াল৷ পাশাপাশি বিষয়টি নিয়য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি পাঠিয়েছেন বলেও জানান কেজরিওয়াল৷