COVID-19 Vaccination: ১৮ ঊর্ধ্বদের করোনার টিকাকরণ আজ, দেখে নিন কোন কোন রাজ্যে শুরু হল প্রক্রিয়া

আজ শনিবার ১ মে থেকেই দেশের ১৮ ঊর্ধ্ব নাগরিকদের করোনার টিকাকরণ শুরু (COVID-19 Vaccination) হচ্ছে৷ এই প্রক্রিয়ায় ১৮-৪৪ বছর বয়সীরা টিকা নিতে পারবেন৷ যাইহোক আজ দেশের পাঁচ রাজ্যে ১৮ ঊর্ধ্বরা এই টিকা নিতে পারবেন৷

ভারতে টিকাকরণ (Photo Credits: IANS|File)

নতুন দিল্লি, ১ মে: আজ শনিবার ১ মে থেকেই দেশের ১৮ ঊর্ধ্ব নাগরিকদের করোনার টিকাকরণ শুরু (COVID-19 Vaccination) হচ্ছে৷ এই প্রক্রিয়ায় ১৮-৪৪ বছর বয়সীরা টিকা নিতে পারবেন৷ যাইহোক আজ দেশের পাঁচ রাজ্যে ১৮ ঊর্ধ্বরা এই টিকা নিতে পারবেন৷ বাকি রাজ্যে এই টিকাকরণ প্রক্রিয়া আপাতত অনিশ্চিত অথবা স্থগিত রয়েছে৷ শুধুমাত্র মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও ছত্তিশগড়ে আজ ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে৷ তবে এই পাঁচ রাজ্যে উপরিউক্ত বয়সের টিকাকরণ শুরু হলেও সেখানার কয়েকটি জেলাতেই চলবে প্রক্রিয়া৷  আরও পড়ুন-Coronavirus Cases In India: মে দিবসে নতুন করোনা রোগীর সংখ্যা ছাড়াল ৪ লাখ, ভয়াবহ বিপদে দেশ

মহারাষ্ট্ররাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, ১ তারিখ থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হবে৷ তিনি বলেন, “মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে চান ১ মে থেকেই ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হোক৷ আজ মহারাষ্ট্র উৎসব, তাই এর থেকে ভাল দিন আর হয় না৷ শুধুমাত্র উদ্বোধনের কারণেই আজ কিছু জন এই টিকা পাবেন৷”

রাজস্থানরাজ্যের জয়পুর, যোধপুর, আজমেঢ়, বিকানেঢ়, উদয়পুর, আলোয়ার, ঢোলপুর, ভিলওয়াড়া, কোটা, সিকার ও পালি জেলায় ১৮ ঊ্রর্ধ্বদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে আজ ১ মে৷

উত্তরপ্রদেশ: এই রাজ্যের ৭৫টি জেলার মধ্যে মাত্র ৭ টি জেলায় আজ ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা তাঁদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে৷ এই সাতটি জেলা হল লখনউ, কানপুর, প্রয়াগরাজ, বারাণসী, গোরক্ষপুর, মেরঠ, বরেলি৷

গুজরাটশুক্রবার মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী জানিয়েছেন, রাজ্যের ১০টি জেলায় শনিবার ১ মে থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে৷ এই ১০টি জেলা সবথেকে বেশি করোনা বিপর্যস্ত৷

ছত্তিশগড়রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও বলেছেন, আজ ১৮ ঊর্ধদের টিকাকরণ শুরু হচ্ছে রাজ্যজুড়ে৷ তবে এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন অন্তোদ্যয় কার্ড হোল্ডার ও নির্দিষ্ট দুর্বল অসুস্থ উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিরা৷