Alibaba sells Paytm stake: ভারতীয় সংস্থা Paytm-এর শেয়ার বিক্রি করল চিনের আলিবাবা!

বৃহস্পতিবার এই বিষয়ে নিয়ে আলোচনার মাঝেই দুপুরের দিকে সংস্থার শেয়ার ৮.৮ শতাংশ পড়ে যায়। আর শেষ পর্যন্ত ৫.৮ শতাংশ পড়া অবস্থায় বাজার বন্ধ হয়ে যায়।

Photo Credits: FB

মুম্বই: বৃহস্পতিবার চিনের (China) আলিবাবা (Alibaba) গ্রুপ ভারতীয় ডিজিটাল পেমেন্ট সংস্থা (Indian digital payments firm) পেটিএমে (Paytm) থাকা তাদের ৩.১ শতাংশ শেয়ার (stake) ব্লক ডিলের (block deal) মাধ্যমে বিক্রি করে দিল (sold) ১২৫ মিলিয়ন মার্কিন ডলারে। বিষয়টি একটি সূত্র মারফত জানতে পেরেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

জানা গেছে, বৃহস্পতিবার এই বিষয়ে নিয়ে আলোচনার মাঝেই দুপুরের দিকে সংস্থার শেয়ার ৮.৮ শতাংশ পড়ে যায়। আর শেষ পর্যন্ত ৫.৮ শতাংশ পড়া অবস্থায় বাজার বন্ধ হয়ে যায়।

সূত্রের খবর, পেটিএমে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ৬.২৬ শতাংশ শেয়ার ছিল আলিবাবার। সংস্থার তরফে শেয়ারগুলি ৫৩৬.৯৫ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।

এই হস্তান্তরের জন্য মর্গ্যান স্টানলে (Morgan Stanley) আলিবাবাকে পরামর্শ দিয়েছে বলে খবর পাওয়া গেছে। যদিও এই বিষয়ে আলিবাবা ও মর্গ্যান স্টানলে সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। আরও পড়ুন : Government Cracks Down On 6 Youtube Channels: ভুয়ো খবর ছড়ানোর জের, ৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করল কেন্দ্র