Lakhimpur Kheri: রোগীদের সঙ্গে চরম দুর্ব্যবহার মদ্যপ চিফ ফার্মাস্টিটের, দেখুন ভিডিয়ো
সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ আনতে গিয়ে মদ্যপ চিফ ফার্মাস্টিটের চরম দুর্ব্যবহারের শিকার হতে হল রোগী ও তাঁদের পরিবারকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির কমিউনিটি হেল্থ সেন্টারে।
লখিমপুর খেরি: সরকারি স্বাস্থ্যকেন্দ্রে (Government health centre) ওষুধ (Medicine) আনতে গিয়ে সরকারি স্বাস্থ্য কর্মীদের (government health worker) খারাপ ব্যবহারের শিকার হয়েছেন অনেকেই। কোনও ক্ষেত্রে প্রতিবাদ করলেও কোনও ক্ষেত্রে আবার সবকিছু মেনে নিতে হয়ে চুপচাপ। এবার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ আনতে গিয়ে মদ্যপ চিফ ফার্মাস্টিটের (Drunk Chief Pharmacist) চরম দুর্ব্যবহারের শিকার হতে হল রোগী ও তাঁদের পরিবারকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরির (Lakhimpur Kheri) কমিউনিটি হেল্থ সেন্টারে (Community Health Centre)। ভিডিয়োটি (video) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (viral) হতেই নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনাটির তদন্ত চলছে। রিপোর্ট জমা পড়লেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশের স্বাস্থ্য দপ্তর।