Chhattisgarh: জেলা হিসেবে পথচলা শুরু করেছে মানেন্দ্রগড়-চিরমিরি-ভারতপুর, ২১ বছর পর দাড়ি কাটলেন রমাশঙ্কর

২১ বছর আগে সংকল্প করেছিলেন মানেন্দ্রগড়-চিরমিরি-ভারতপুর (Manendragarh-Chirmiri-Bharatpur) নতুন জেলা (New District) হলে তবেই দাড়ি (Beard) কাটবেন। শুক্রবার জেলা হিসেবে পথচলা শুরু করেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) মানেন্দ্রগড়-চিরমিরি-ভারতপুর। সংকল্প পূরণ হতেই তাই দাড়ি কাটলেন রমাশঙ্কর গুপ্ত (Ramashankar Gupta)। মানেন্দ্রগড়ের বাসিন্দা পেশায় আরটিআই কর্মী রমাশঙ্কর ২১ বছর পর দাড়ি কেটেছেন। গত বছরের অগাস্টেই ছত্তিশগড় সরকার ঘোষণা করেছিল যে মানেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুরকে রাজ্যের ৩২তম নতুন জেলা করা হবে। যেহেতু নব ঘোষিত জেলার পথচলা শুরু হতে প্রায় এক বছর সময় লেগেছে, তাই রমাশঙ্কর দাড়ি কাটা এক বছর পিছিয়ে দেন। যাইহোক, তাঁর সংকল্প শুক্রবার পরিপূর্ণ হয়েছিল।

Chhattisgarh: জেলা হিসেবে পথচলা শুরু করেছে মানেন্দ্রগড়-চিরমিরি-ভারতপুর, ২১ বছর পর দাড়ি কাটলেন রমাশঙ্কর
Ramashankar Gupta (Photo: ANI)

মানেন্দ্রগড়, ১১ সেপ্টেম্বর: ২১ বছর আগে সংকল্প করেছিলেন মানেন্দ্রগড়-চিরমিরি-ভারতপুর (Manendragarh-Chirmiri-Bharatpur) নতুন জেলা (New District) হলে তবেই দাড়ি (Beard) কাটবেন। শুক্রবার জেলা হিসেবে পথচলা শুরু করেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) মানেন্দ্রগড়-চিরমিরি-ভারতপুর। সংকল্প পূরণ হতেই তাই দাড়ি কাটলেন রমাশঙ্কর গুপ্ত (Ramashankar Gupta)। মানেন্দ্রগড়ের বাসিন্দা পেশায় আরটিআই কর্মী রমাশঙ্কর ২১ বছর পর দাড়ি কেটেছেন। গত বছরের অগাস্টেই ছত্তিশগড় সরকার ঘোষণা করেছিল যে মানেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুরকে রাজ্যের ৩২তম জেলা করা হবে। যেহেতু নব ঘোষিত জেলার পথচলা শুরু হতে প্রায় এক বছর সময় লেগেছে, তাই রমাশঙ্কর দাড়ি কাটা এক বছর পিছিয়ে দেন। যাইহোক, তাঁর সংকল্প শুক্রবার পরিপূর্ণ হয়েছিল।

রমাশঙ্কর গুপ্ত বলেছেন, "রেজোলিউশন ছিল যে যতক্ষণ না মানেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুর জেলা হবে, ততক্ষণ আমি দাড়ি কামাব না। যদি মানেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুর কখনও জেলা না হতো, আমিও দাড়ি কামাতাম না। এটা ৪০ বছরের লড়াই। যারা জেলার স্বীকৃতির জন্য লড়াই করেছিলেন, তাঁরা সবাই মারা গিয়েছে। এখন তাঁদের আত্মা শান্তিতে থাকবে। আমি এর জন্য মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ধন্যবাদ জানাই। আমি আশা করি মানেন্দ্রগড় শুধু ছত্তিশগড় নয়, সারা দেশে একটি মডেল জেলা হয়ে উঠবে।" আরও পড়ুন: Video: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন যাত্রী, তারপর কী হল দেখুন এই ভিডিওতে

শুক্রবার মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছত্তিশগড়ের ৩২তম জেলা মানেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুরের সূচনা করেছেন। নতুন জেলায় ২০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। জেলার সদর দফতর হবে মানেন্দ্রগড়ে। চিরমিরির একশো শয্যার হাসপাতালটিকে জেলা হাসপাতাল হিসাবে উন্নত করা হবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



সম্পর্কিত খবর

Delhi Chief Minister: মহিলা মোর্চা সম্পাদক থেকে দিল্লির মুখ্যমন্ত্রী, আগামীকাল শপথগ্রহণ অনুষ্ঠান, কে এই রেখা গুপ্তা?

Madhya Pradesh: মাছের পিত্তথলি খেয়ে হাসপাতালে ব্যক্তি, বিকলের পথে কিডনি

Fire In Birbhum: বীরভূমের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ২ জনের, আহত ৪

Bijapur Encounter:ছত্তিশগড়ে গুলির লড়াই, খতম ৩১ মাওবাদী, মৃত্যু ২ ভারতীয় জওয়ানের

Share Us